জরিপ: বাজারে ‘সুপারফ্যাবলেট’ বিক্রি হচ্ছে বেশি
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 11:52 PM BdST Updated: 28 Nov 2020 11:52 PM BdST
-
ছবি- রয়টার্স
পর্দার আকৃতি ছয় ইঞ্চির বেশি এমন ফোন বাজারে বেশি চলছে – সম্প্রতি এরকম তথ্যই উঠে এসেছে এক জরিপে। জরিপটি করেছে স্ট্র্যাটেজি অ্যানালিটিকা।
এ সপ্তাহে এক প্রতিবেদনে স্ট্র্যাটেজি অ্যানালিটিকা জানিয়েছে, ৬.০ থেকে ৬.৯৯ ইঞ্চি আকারের পর্দা রয়েছে এমন স্মার্টফোনগুলো অন্যান্য ছোট পর্দার ডিভাইসের থেকে বেশি বিক্রি হচ্ছে।
“গোটা ২০২০ সালে বৈশ্বিকভাবে ৬.০ থেকে ৬.৯৯ ইঞ্চি পর্দা আকৃতির ৯০ কোটিরও বেশি সুপারফ্যাবলেট বিক্রি হবে।” – এক বিবৃতিতে বলেছেন স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের সহযোগী পরিচালক ভিলে-পেত্তেরি উকোনাহো।
অন্যদিকে, স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের পরিচালক কেন হায়ারস বলেছেন, “ছোট আকারের স্মার্টফোন যেগুলোর পর্দা আকৃতি পাঁচ ইঞ্চির নিচে সেগুলো বড় পর্দার স্মার্টফোনের কাছে বাজার হারাচ্ছে।”
“অ্যাপল আইফোন এসই ২০২০ সংস্করণ বাজারে অল্প সময়ের জন্য কিছুটা ভালো করেছিল। কিন্তু তা পুরো ২০২০ সালে বিক্রি হওয়া ফোনের মাত্র সাত শতাংশ। পাঁচ ইঞ্চি শ্রেণী ক্রমাগত ছোট হয়ে আসছে এবং ২০২৫ সাল নাগাদ কার্যতই উধাও হয়ে যাবে।” – যোগ করেছেন হায়ারস।
সংস্থাটি ধারণা করছে, এ বছর পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার স্মার্টফোনের ৭৫ শতাংশই হবে বড় পর্দার। ভিলে-পেত্তেরি উকোনাহো বলছেন, “২০২০ সালে পশ্চিম ইউরোপের মোট স্মার্টফোনের ৭৭ শতাংশই হবে সুপারফ্যাবলেট, উত্তর আমেরিকায় এ হিসেব দাঁড়াবে ৭৬ শতাংশে। এটি এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণি হয়ে দাঁড়াবে, এবং অবধারিতভাবে ছুটির মৌসুমে সবচেয়ে বেশি বিক্রি হবে।”
-
টুইটারে এসেই ইলন মাস্ককে ফোকসভাগেন প্রধানের খোঁচা
-
ল্যাপটপের জন্য ৯০ হার্টজ ওএলইডি পর্দা বানাবে স্যামসাং ডিসপ্লে
-
হোয়াইট হাউস ওয়েবসাইটে ‘কোডার’ চেয়ে গোপন কোড
-
হোয়াটসঅ্যাপ: ভারতীয় পার্লামেন্ট ডেকেছে ফেইসবুককে
-
বুড়ো আঙ্গুলই ছিটকে ফেলল শীর্ষ গেইমারকে
-
ট্রাম্পকে ম্যাক প্রো উপহার দিয়েছিলেন টিম কুক
-
হোয়াটসঅ্যাপ নিয়ে এতো আলোচনা কেন?
-
নতুন টেলিযোগাযোগ স্যাটেলাইট পাঠালো চীন
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’