দক্ষিণ কোরিয়ায় জরিমানার মুখে ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020 07:19 PM BdST Updated: 25 Nov 2020 07:19 PM BdST
-
ছবি- রয়টার্স
সম্মতি ছাড়া গ্রাহকের ব্যক্তিগত তথ্য অন্যান্য সেবাদাতার সঙ্গে শেয়ার করার অভিযোগে ফেইসবুককে ছয়শ’ ৭০ কোটি ওন জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংস্থা ‘পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন’।
রয়টার্সের প্রতিবেদন বলছে, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু করারও দাবি জানিয়েছে সংস্থাটি।
চলতি বছরের অগাস্ট মাসে ‘পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন’ চালু করেছে দক্ষিণ কোরিয়া।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকের সম্মতি ছাড়াই ২০১২ সালের মে মাস থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত দক্ষিণ কোরিয়ার এক কোটি ৮০ লাখ গ্রাহকের মধ্যে অন্তত ৩৩ লাখ গ্রাহকের ডেটা শেয়ার করেছে ফেইসবুক, অনুসন্ধানে এমনটা উঠে আসার পরই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
কমিশনের বরাত দিয়ে প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, কেউ যখন ফেইসবুক লগ-ইনের মাধ্যমে অন্য কোনো সেবাদাতা প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করেন, তখন ওই ব্যবহারকারীর সম্মতি ছাড়াই তার ফেইসবুক বন্ধুদের ব্যক্তিগত তথ্য সে প্রতিষ্ঠানের কাছে চলে যায়।
মূলত ফেইসবুক আয়ারল্যান্ড লিমিটেডকে এই জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি অপরাধ তদন্ত শুরু করার দাবিও জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে সিউল-ভিত্তিক ফেইসবুকের এক কর্মী বলেছেন, “তদন্ত প্রক্রিয়ায় আমরা যতোটা সম্ভব সহায়তা করেছি, আমরা অনুতপ্ত যে, পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন অপরাধ তদন্তের দাবি জানিয়েছে।”
ফেইসবুক এখনও কমিশনের সিদ্ধান্ত পুরোপুরি পর্যালোচনা না করায় আর কোনো মন্তব্য করতে রাজি হননি ওই মুখপাত্র।
-
স্যামসাং ‘রাজপুত্রের’ আড়াই বছরের জেল
-
সবচেয়ে বড় আইওটি বাজার হতে যাচ্ছে চীন
-
পোর্টেবল ওয়্যারলেস চার্জার ব্যবহার থামাতে বলছে বেলকিন
-
ফোল্ডএবল আইফোন পর্দার প্রোটোটাইপ বানাচ্ছে অ্যাপল
-
ফোল্ডএবল ফোনেও এস পেন আনার প্রস্তুতি স্যামসাংয়ের
-
অস্ত্র ও সুরক্ষা সরঞ্জামের বিজ্ঞাপন নেবে না ফেইসবুক
-
ডাকডাকগো’র প্রতিদিনের সার্চ দশ কোটি ছাড়িয়েছে
-
স্বয়ংক্রিয় ড্রোন ওড়ানোর অনুমতি পেলো আমেরিকান রোবোটিকস
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি