কোভিড-১৯: যাতায়াতে কিউআর কোড চান চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক যাতায়াত উন্মুক্ত করতে কিউআর কোড ব্যবহারের 'বৈশ্বিক প্রক্রিয়া' চালুর আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2020, 02:41 PM
Updated : 23 Nov 2020, 02:41 PM

জিনপিং বলেছেন, "আমাদেরকে নীতিমালা এবং মান আরও গুছিয়ে নিতে হবে এবং মানুষের প্রবাহ ঠিক রাখতে দ্রুততর ব্যবস্থা বানাতে হবে৷"

বিবিসি'র প্রতিবেদন বলছে, যাত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সহায়তা করবে কিউআর কোড৷

এদিকে মানবাধিকার বিষয়ের আইনজীবীরা সতর্ক করেছেন যে, "বিস্তৃত পরিসরে রাজনৈতিক নজরদারি এবং বাধাদানের" কাজে ব্যবহাত হতে পারে এই কোড৷

জি২০ সামিটের অনলাইন সভায় এই প্রস্তাব তুলেছেন জিনপিং৷ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির ২০ দেশের প্রধানদের নিয়ে সৌদি আরবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে জি২০ সামিট৷

চীনা প্রেসিডেন্ট বলেছেন, "নিউক্লিক অ্যাসিড পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে স্বাস্থ্য সনদ" শনাক্তের কাজে লাগতে পারে এই কোড৷

যাতায়াত ব্যবস্থায় এটি কীভাবে কাজ করবে এবং চীনের কিউআর কোড অ্যাপের সঙ্গে এটির সম্পৃক্ততা কতোটুকু থাকবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি জিনপিং৷

চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাস আটকে রাখার চেষ্টায় এই অ্যাপ ব্যবহার করেছে দেশটি৷

"অন্যান্য আরও দেশ এই প্রক্রিয়ায় যোগ দেবে বলে আমাদের প্রত্যাশা," যোগ করেন চীনা প্রেসিডেন্ট৷

কিউআর কোড হলো এক ধরনের বার কোড, যা মোবাইল অ্যাপ দিয়ে পড়া যায়৷ ফেব্রুয়ারি মাস থেকে এই ব্যবস্থায় ট্রাফিক বাতির মতোর স্বাস্থ্য কোড ব্যবহার করছে চীন৷ সবুজ কোডের মানে হচ্ছে ব্যবহারকারী উন্মুক্তভাবে যাতায়াত করতে পারবেন৷ আর কমলা বা লাল কোডের অর্থ তাকে দুই সপ্তাহ পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে৷

প্রযুক্তিটি বানিয়েছে চীনের আর্থিক প্রযুক্তি জায়ান্ট অ্যান্ট ফিনান্সিয়াল৷ অ্যান্টের মূল অ্যাপ আলিপে এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান টেনসেন্টের উইচ্যাটে রয়েছে এই প্রযুক্তি৷