করোনাভাইরাস: তথ্য সেবার অ্যাপ আনছে আমেরিকান এয়ারলাইন্স

করোনাভাইরাস মহামারীতে যাত্রার ক্ষেত্রে গ্রাহকের জন্য এবার অ্যাপের মাধ্যমে তথ্য সেবা আনছে আমেরিকান এয়ারলাইন্স। গন্তব্যস্থলের জন্য কোভিড-১৯ পরীক্ষা এবং অন্যান্য নথির প্রয়োজনীয়তা জানাবে এই অ্যাপটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2020, 11:15 AM
Updated : 13 Nov 2020, 11:15 AM

১৮ নভেম্বর থেকে অ্যাপটি চালু করবে আমেরিকান এয়ারলাইন্স। ভেরিফ্লাই নামের অ্যাপটি বানিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাওন।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাপের মাধ্যমে রিয়েল টাইমে ডায়াগনস্টিক ল্যাব পরীক্ষার ফলাফলের মতো কোভিড-১৯ বিষয়ক ক্রেডেনশিয়াল যাচাই করা যাবে। এর মাধ্যমে এয়ারপোর্টের চেইক-ইন এবং যাচাই প্রক্রিয়া সংক্ষিপ্ত করারও লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স প্রেসিডেন্ট রবার্ট ইসম বলেছেন, “আরও বেশি আন্তর্জাতিক যাত্রার সম্ভাবনায় বাড়তি চাহিদা পূরণে গ্রাহকদের জন্য আমাদের সরাসরি সাড়া হচ্ছে নতুন এই পাইলট প্রকল্প।”

দেশের নীতিমালার সঙ্গে যাত্রীর ডেটা যাচাই করে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ বার্তা দেখাবে ভেরিফ্লাই অ্যাপটি।

আপাতত যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে জ্যামাইকায় ফ্লাইটের ক্ষেত্রে অ্যাপটি উন্মুক্ত করবে আমেরিকান এয়ারলাইন্স।