বিভ্রাটের কবলে ইউটিউব, সমস্যা সারালো গুগল

গোটা বিশ্বে বিভ্রাটের কবলে পড়েছিল ভিডিও স্ট্রিমিং সেবা ইউটিউব। পরে সমস্যা সৃষ্টিকারী ‘গ্লিচ’ ঠিক করেছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 07:09 AM
Updated : 12 Nov 2020, 07:09 AM

ডাউনডিটেক্টর ডটকমের তথ্য অনুসারে, সবমিলিয়ে দুই লাখ ৮৬ হাজার ব্যবহারকারী ইউটিউব সেবায় সমস্যার কথা জানিয়েছেন। বিভ্রাটের কবলে পড়ে প্ল্যাটফর্মটিতে ভিডিও দেখতে পারছিলেন না তারা।

ডাউনডিটেক্টরের বরাতে রয়টার্স জানিয়েছে, সমস্যা শুরু হয় বুধবার ভোর ৫টা ৫৩ নাগাদ। পরে বুধবারের শেষ ভাগে সমস্যা ঠিক হওয়ার খবর জানায় গুগল। কিন্তু এ ব্যাপারে বাড়তি কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। রয়টার্স বলছে, প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি এ নিয়ে মন্তব্যের অনুরোধেও।

গুগল শুধু একট টুইট বার্তায় বলেছে, “আমরা সমস্যার কারণে খুবই দুঃখিত। সব ডিভাইস ও ইউটিউব সেবায় সমস্যাটির সমাধান হয়েছে।” 

উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ইউটিবের মাসিক ব্যবহারকারী সংখ্যা দুইশ’ কোটি।