অ্যাপল স্টোরে আইফোন ১২: চীনে গ্রাহকের ছোট সারি

নতুন আইফোন প্রি-অর্ডারে চীনে গ্রাহকের চাহিদা অনেক বেশি থাকলেও স্টোরের সামনে এবার ক্রেতার সংখ্যা ছিলো কম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 10:27 AM
Updated : 23 Oct 2020, 10:28 AM

শুক্রবার অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজার চীনে অ্যাপল স্টোরগুলোতে এসেছে আইফোন ১২-এর দুইটি মডেল। আগের বছরগুলোতে শাংহাইয়ের অ্যাপল স্টোরে নতুন আইফোন উন্মোচনের দিন গ্রাহকের লম্বা সারি দেখা গেছে। এবারে ৫জি সমর্থিত আইফোন ১২-এর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র।

এখন বেশিরভাগ অর্ডার অনলাইনভিত্তিক হওয়ায় গ্রাহকের সারি ছোট হয়ে এসেছে বলে প্রতিবেদন বলছে বার্তা সংস্থা রয়টার্স।

অ্যাপল স্টোর খোলার আগে ২০ জনের সারিতে দাঁড়ানো এক গ্রাহক ইয়ান বিংকিং বলেছেন, “নতুন আইফোন হাতে পাওয়া প্রথম গ্রাহক হতে পেরে আমি দারুণ অনুভব করছি। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম।”

চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে আইফোন ১২-এর নতুন সবুজ রঙে। ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে এই রঙের ডিভাইসে।

গত সপ্তাহে ডিভাইসগুলো উন্মোচনের পর মিশ্র প্রতিক্রিয়া ছিলো চীনা গ্রাহকের মধ্যে। তবে, বিশ্লেষকরা বলছেন চলতি বছর আইফোনের চাহিদা বাড়বে, কারণ আইফোনের বিশ্বস্ত গ্রাহকরা অবশেষে ৫জি নেটওয়ার্ক সমর্থিত ডিভাইস পাবেন।

চীনা ই-কমার্স জায়ান্ট জেডি ডটকমে প্রথম দিনে চারটি মডেলের আইফোনে প্রি-অর্ডার ছাড়িয়েছে ১৬ লাখ।

আরেক অ্যাপল ভক্ত ঝু লিন বলেছেন, “আমি হৃদয়ের গভীর থেকে বলতে চাই, ৫জি আইফোন আনতে অ্যাপল কিছুটা দেরি করেছে। আমি গত বছরই এটি প্রত্যাশা করছিলাম।”

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যমতে, চলতি বছর বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু অ্যাপল এবং হুয়াওয়ে পণ্যের বিক্রি বাড়াতে পেরেছে। এক বছর আগের চেয়ে চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে চীনে অ্যাপলের বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ।