অবশেষে ইউরোপেও এলো ‘ফেইসবুক ডেটিং’

অবশেষে ইউরোপের ৩২টি দেশের জন্য নিজস্ব ডেটিং সেবা ‘ফেইসবুক ডেটিং’ নিয়ে এসেছে ফেইসবুক। এ বছরের শুরুতে নিয়ন্ত্রকদের উদ্বেগের কারণে ফেইসবুক ডেটিংয়ের সেবা শুরু করার তারিখ পিছিয়ে দিতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 11:05 AM
Updated : 22 Oct 2020, 11:05 AM

বুধবার ওই সেবাটি চালু করার খবর জানিয়েছে মার্কিন এ সামাজিক মাধ্যম জায়ান্ট। রয়টার্স উল্লেখ করেছে, আইরিশ ‘ডেটা প্রটেকশন কমিশন’ (ডিপিসি) উদ্বেগ প্রকাশ করায় ইউরোপে ডেটিং সেবাটির কার্যক্রম ফেব্রুয়ারিতে শুরু করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ডিপিসি ইউরোপীয় ইউনিয়নে ফেইসবুকসহ বিশ্বের বড় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের গতিবিধিতে নজর রাখা প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।

ইউরোপে এ বছর ফেইসবুক ডেটিং এলেও, যুক্তরাষ্ট্রে সেবাটি যাত্রা শুরু করেছে গত বছরের সেপ্টেম্বরে। নিজ দেশ বাদেও বর্তমানে অন্যান্য আরও ২০টি দেশে সেবা দিচ্ছে ফেইসবুক ডেটিং।

প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ ২০১৮ সালের সেপ্টেম্বরে জানিয়েছিল, প্রথম দেখায় ‘ফেইসবুক ডেটিং’ অ্যাপটি দেখতে প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিঞ্জ-এর মতো লাগে। হিঞ্জ বা ফেইসবুক কোনোটিতেই টিন্ডারের মাধ্যমে জনপ্রিয় হওয়া সোয়াইপ মডেল নেই। এর বদলে এতে ব্যবহারকারীদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে বলা হয়, আর কোনো ব্যক্তির প্রোফাইলে দিয়ে রাখা তথ্যের ভিত্তিতে আলাপচারিতা শুরু হয়।

ভার্জ আরও জানিয়েছিল, ডেটিং প্ল্যাটফর্মটির পুল বিস্তৃত করতে ফেইসবুকের গ্রুপ আর ইভেন্টগুলোসহ অন্যান্য বিষয় সমন্বয় করা হয়েছে নতুন ওই অ্যাপটিতে।

ওই বছরেরই মে মাসে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেছিলেন, “ফেইসবুকে ২০ কোটি ব্যবহারকারী নিজেদের সিঙ্গল হিসেবে তালিকাভুক্ত করেছেন। তাই এখানটায় কাজ করার অবকাশ আছে।”