‘সেকেলে’ নীতিমালা ছাঁটাই করতে এআই ব্যবহারে যুক্তরাষ্ট্র

হাজার হাজার পাতার নীতিমালার মধ্য থেকে সেকেলে, অপ্রচলিত এবং বেমানান নীতিগুলো ছেঁটে ফেলতে কেন্দ্রীয় সংস্থাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট (ওএমবি)।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 04:02 PM
Updated : 18 Oct 2020, 04:02 PM

২০১৯ সালের একটি পাইলট প্রকল্পে ইতোমধ্যেই ‘মেশিন লার্নিং’ এবং ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোসেসিং’ ব্যবহার করেছে দেশটির ‘জনস্বাস্থ্য এবং মানবসেবা’ বিভাগ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, পরীক্ষামূলক ব্যবহারে শত শত প্রযুক্তিগত ত্রুটি এবং পুরানো নীতি বের হয়েছে। এর মধ্যে ফ্যাক্সের মাধ্যমে উপকরণ জমা দেওয়া সংক্রান্ত নীতিও ছিলো।

ওএমবি জানিয়েছে, এআই ব্যবহার করে নীতিমালা আপডেট করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে উৎসাহ দেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু সংস্থা এআই ব্যবহার করতে রাজিও হয়েছে।

গত চার বছর ধরে ‘কোড অফ ফেডারেল রেগুলেশনস’-এর পাতার সংখ্যা এক লাখ ৮৫ হাজারেই রয়েছে।

হোয়াইট হাউসের ওএমবি পরিচালক রাসেল ভৌট বলেছেন, “দশকের পর দশক ধরে পুনর্গঠনের অভাবে এবং অবহেলায় পড়ে থাকা নীতিমালা” আপডেট করতে সহায়তা পাবে সংস্থাগুলো।

“হাজারো পাতার নীতিমালার মধ্যে থেকে কোন জায়গাগুলোতে আপডেট, পুনর্গঠন এবং প্রযুক্তিগত ত্রুটি রয়েছে, তা বের করতে” এই উদ্যোগের মাধ্যমে সংস্থাগুলো এআই প্রযুক্তি এবং অন্যান্য সফটওয়্যার ব্যবহার করবে-- বলছে হোয়াইট হাউস।

প্রযুক্তিগত অংশীদার খুঁজতে এবং চুক্তি করতে সংস্থাগুলোকে সহায়তা করবে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন।