শুরুতেই আইওএস ১৪-এ ত্রুটির অভিযোগ

আইওএস ১৪ এবং আইপ্যাডওএস ১৪ উন্মোচনের একদিনের মাথায়ই ত্রুটির মুখোমুখি হয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2020, 01:31 PM
Updated : 18 Sept 2020, 01:31 PM

আইওএস ১৪-এর যে ফিচারগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার মধ্যে একটি হলো ডিফল্ট ব্রাউজার এবং ইমেইলের জন্য তৃতীয় পক্ষের অ্যাপকে অ্যাকসেস দেওয়া। এই ফিচারটিতেই পাওয়া গেছে ত্রুটি।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ডিভাইস একবার রিবুট করলেই পুনরায় সাফারি এবং মেইল ডিফল্ট অ্যাপ হিসেবে সেট হচ্ছে। পরে সেটিংস থেকে নতুন করে ডিফল্ট অ্যাপ বাছাই করে নিতে হচ্ছে গ্রাহককে।

বেশ কিছু আইফোন এবং আইপ্যাডে এই সমস্যা দেখা দিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। আইওএস ১৪.০.১ আপডেটে সহজেই এটি সরাতে পারবে অ্যাপল।

বুধবারই নতুন আইওএস ১৪ এবং আইপ্যাডওএস ১৪ উন্মুক্ত করেছে অ্যাপল। ইতোমধ্যেই সাফারির বদলে গুগল ক্রোম এবং মাইক্রোসফট এজকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতে পারছেন গ্রাহক। আর ডিফল্ট মেইল অ্যাপ ফিচার সমর্থনকারী তৃতীয় পক্ষের প্রথম অ্যাপ হলো আউটলুক এবং স্পার্ক।

ত্রুটির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি অ্যাপল।