সাইবার হামলার শিকার ইসরায়েলি ‘টাওয়ার’

সাইবার হামলার শিকার হয়েছে ইসরায়েলের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টাওয়ার সেমিকন্ডাক্টর। ফলে কিছু সার্ভার এবং উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 04:38 PM
Updated : 6 Sept 2020, 04:38 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, রোববার টাওয়ার সেমিকন্ডাক্টরের কিছু ব্যবস্থায় সাইবার হামলা হয়েছে এবং এতে প্রতিষ্ঠানের উৎপাদন বিঘ্নিত হয়েছে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে টাওয়ার এবং আইন প্রয়োগকারী সংস্থা ও বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গেও “নীবিড়ভাবে কাজ করছে” তারা। ক্ষতিগ্রস্থ ব্যবস্থাগুলো যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করতে ইন্সুরেন্স সেবাদাতার সঙ্গেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

হামলার ধরন নিয়ে বিস্তারিত না জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, এই ঘটনার বিস্তার ঠেকাতে নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে তারা।

“প্রতিষ্ঠানের ওপর এই হামলার প্রকৃত প্রভাব কী হতে পারে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।”

এর আগে টাওয়ার জ্যাজ নামে পরিচিত ছিলো প্রতিষ্ঠানটি। অটোমোটিভ, মোবাইল, অবকাঠামো, চিকিৎসা, অ্যারোস্পেস এবং প্রতিরক্ষা খাতের জন্য অ্যানালগ চিপ বানিয়ে থাকে তারা।