যুক্তরাজ্যের রাস্তায় আসতে পারে স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2020 06:07 PM BdST Updated: 19 Aug 2020 06:07 PM BdST
-
ছবি: রয়টার্স
আগামী বছরের বসন্তে যুক্তরাজ্যের রাস্তায় দেখা মিলতে পারে হাত-মুক্ত গাড়ি চালনার। তবে, চালকের হাত স্টিয়ারিং হুইলে না থাকলেও, তাকে গাড়িতে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
বিবিসি’র প্রতিবেদন বলছে, দেশটির ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশন ‘স্বয়ংক্রিয় লেন মেনে চলা’ প্রক্রিয়া বা ‘অটোমেটেড লেন কিপিং সিস্টেমস’ (একেএলএস)-এর জন্য তথ্য সংগ্রহ শুরু করেছে। এ ধরনের প্রযুক্তি গাড়ির চলাচলকে নিয়ন্ত্রণ করে এবং বাড়তি সময়ের জন্য গাড়িকে লেনে রাখতে পারে। তবে, নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার জন্য চালককে গাড়িতে থাকতে হয়।
এর কারণে দূর্ঘটনা কমবে এমন দাবি তুলেছে সোসাইটি অফ মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের মতে, প্রযুক্তিটিকে ৭০ মাইল প্রতি ঘণ্টা গতিবেগ পর্যন্ত সম্মতি দেওয়া যেতে পারে। একেএলএস প্রযুক্তিতে ‘ইউনাইটেড নেশনস ইকোনোমিক কমিশন ফর ইউরোপ’-এর সম্মতি রয়েছে।
ঠিক কীভাবে প্রযুক্তিটিকে নিরাপদে প্রয়োগ করা যায় সে সিদ্ধান্ত নিতে মোটর শিল্পের মতামত শুনতে চাচ্ছে যুক্তরাজ্য সরকার। অক্টোবরের ২৭ তারিখ পর্যন্ত এ ধরনের মতামত শুনবে তারা।
এ ধরনের প্রক্রিয়া নিয়ে এলে দেশটির বর্তমান আইনি কাঠামোতে পরিবর্তন আনতে হবে।
একেএলএস গাড়িগুলোকে স্বয়ংক্রিয় গাড়ি হিসেবে শ্রেণীভুক্ত করা হবে কি না, সে ব্যাপারেও মতামত সংগ্রহ করছে সরকার।
দেশটির পরিবহন মন্ত্রী র্যাচেল ম্যাকলেইন বলেছেন, “স্বয়ংক্রিয় প্রযুক্তির চালকদের জন্য গাড়ি চালনাকে নিরাপদ, মসৃণ ও সহজ করতে পারে এবং যুক্তরাজ্য প্রথম রাষ্ট্র হতে পারে যারা এ ধরনের সুবিধা ভোগ করবে।”
সোসাইটি অফ মোটর ম্যানুফ্যাকচারারস অ্যান্ড ট্রেডারসের প্রধান নির্বাহী মাইক হস জানিয়েছেন, স্বচালিত প্রযুক্তি “জীবন-পরিবর্তনকারী” হতে পারে এবং আগামী দশ বছরে ৪৭ হাজার দূর্ঘটনা ঠেকাতে পারে।
অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএ) প্রেসিডেন্ট এডমান্ড কিং যুক্তরাজ্যের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন সড়ক নিরাপদ রাখতে পারে এমন সম্ভাব্য পদক্ষেপের ব্যাপারে ভেবে যুক্তরাজ্য সঠিক কাজ করেছে।
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল