ক্যালিফোর্নিয়ায় সেবা বন্ধ করতে বাধ্য হবে উবার

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাইড হেইলিং সেবা বন্ধ করতে সম্ভবত বাধ্য হবে উবার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 04:08 PM
Updated : 13 August 2020, 04:08 PM

আদালতে দেওয়া নথিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চালকদেরকে স্বাধীন ঠিকাদার হিসেবে শ্রেণিভুক্ত করা আটকে আদালত যে রুল জারি করেছে, তাতে করে অঙ্গরাজ্যটিতে সেবা বন্ধ করা লাগতে পারে উবারের।

কর্মীর বদলে চালকদেরকে স্বাধীন ঠিকাদার হিসেবে শ্রেণিভুক্ত করতে চেয়েছিলো উবার এবং লিফট। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অনুরোধে সোমবার প্রতিষ্ঠান দু’টির এই দাবি বাতিল করেছেন বিচারক।

বুধবার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দারা খোসরোশাহি বলেন, “আদালত যদি পুনর্বিবেচনা না করে, এটা বিশ্বাস করাটা কষ্টকর যে, আমরা ক্যালিফোর্নিয়ায় শীঘ্রই পূর্ণকালীন চাকরির মডেল চালু করতে পারবো।”

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাইড সেবাদাতা প্রতিষ্ঠান এবং অ্যাপভিত্তিক খাবার সরবরাহ সেবাদাতা প্রতিষ্ঠানের লাখো কর্মী ‘অ্যাসেম্বলি বিল ৫’ (এবি৫) নামে পরিচিত এই আইনের কারণে ভুক্তভোগী হবেন।

চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হয়েছে এই আইন।

মঙ্গলবার আদালতের নথিতে উবার আরও জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় সেবা বন্ধ হলে উবার এবং প্রতিষ্ঠানের রাইড সেবার ওপর নির্ভরশীল ব্যক্তিদের ‘অপূরণীয় ক্ষতি’ হবে।