নিজের প্রথম ৫জি ফোন আনলো, দামও কমালো গুগল

নিজ ব্র্যান্ডের প্রথম দুটি ৫জি ফোন উন্মোচন করেছে অ্যালফাবেট ইনেকর্পোরেট মালিকানাধীন গুগল। পিক্সেল ৪এ(৫জি) এবং পিক্সেল ৫ নামের ফোন দুটির দাম শুরু হবে ৪৯৯ ডলার থেকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 06:11 PM
Updated : 3 August 2020, 06:11 PM

নিজেদের ‘৫জি নয়’ এমন স্মার্টফোনেরও দাম কমিয়েছে গুগল। প্রতিবেদনে রয়টার্স উল্লেখ বলছে, নন ৫জি পিক্সেল ৪এ স্মার্টফোনের দাম ৩৪৯ ডলার করেছে প্রতিষ্ঠানটি।

যে ডিভাইসগুলোর দাম গুগল কমিয়েছে, সেগুলো শীর্ষ বিক্রিত ডিভাইস। কিন্তু মূল মুনাফা উপার্জকের খাতায় এখনও নাম লেখাতে পারেনি এগুলো। এর অন্যতম একটি কারণ অ্যাপল ও স্যামসাং ডিভাইসের কাছে বরাবরই বাজারের একটি বড় মাপের অংশ হারাতে হয়েছে ডিভাইসগুলোকে।

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, তাইওয়ান এবং অস্ট্রেলিয়ার বাজারে শীঘ্রই চলে আসার কথা রয়েছে ৫জি মডেলের স্মার্টফোনগুলোর।