আগামী জুন পর্যন্ত বাসা-থেকে-কাজ করতে দেবে গুগল

আগামী বছরের জুনের শেষ পর্যন্ত কর্মীদেরকে বাসা-থেকে-কাজ করার সুবিধা দেবে অ্যালফাবেট ইনকর্পোরেটের গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 12:27 PM
Updated : 28 July 2020, 12:27 PM

এ বছরের মে মাসে গুগল জানিয়েছিল, চলতি বছরের জুন মাসের মধ্যে কার্যালয় খোলার পরিকল্পনা রয়েছে তাদের।  কিন্তু অধিকাংশ গুগল কর্মীই বছরের শেষ পর্যন্ত বাসা থেকে কাজ করতে চাইছেন। এমন পরিস্থিতিতে নিজেদের নতুন সিদ্ধান্ত জানালো গুগল।

খবরটি প্রথম প্রকাশিত হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। ওই প্রতিবেদন বলছে, গত সপ্তাহে সিদ্ধান্তটি নিজে নিয়েছেন অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাই। এ বিষয়ে কয়েকজন নির্বাহীর সঙ্গেও আলোচনায় বসেছিলেন তিনি।    

গুগল বাদেও অন্যান্য অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান নিজ কর্মীদের ২০২০ সালের শেষ পর্যন্ত বাসা থেকে কাজ করার সুবিধা দিচ্ছে। কোভিড-১৯ সংক্রমণ থেকে কর্মীদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো। মাইক্রোব্লগিং সাইট টুইটার নিজেদের বেশ কিছু কর্মীকে অনির্দিষ্টকালের জন্য বাসা থেকে কাজের সুবিধা দিয়েছে।