বাসা থেকে কাজের মেয়াদ বাড়ালো অ্যামাজন

জানুয়ারির আট তারিখ পর্যন্ত কর্মীদের বাসা-থেকে-কাজ নীতির মেয়াদ বাড়াচ্ছে অ্যামাজন। বুধবার এ ব্যাপারে জানিয়েছেন এক অ্যামাজন মুখপাত্র।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 12:45 PM
Updated : 16 July 2020, 12:45 PM

বাসা থেকে কাজের সময়সীমা বাড়ানোর পাশাপাশি ভ্রমণেও নিষেধাজ্ঞা বেড়েছে। অপ্রয়োজনীয় বিদেশ সফরেও কর্মীদের যেতে মানা করেছে প্রতিষ্ঠানটি। -- খবর রয়টার্সের।

করোনাভাইরাস বাস্তবতায় বাসা থেকে কাজ করাই এখন নতুন স্বাভাবিক বলে ধরে নেওয়া হচ্ছে। অনেক প্রতিষ্ঠানই এ ধরনের নীতি বাস্তবায়ন করে অধিকাংশ কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ দিচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠানও পিছিয়ে নেই।

টুইটার, ফেইসবুক-এর মতো প্রতিষ্ঠান আরও আগেই বাসা থেকে স্থায়ীভাবে কাজের ব্যাপারে জানিয়েছে। কর্মীদের বিদেশ সফর এখন আর হচ্ছে না। প্রায় সব জরুরি বৈঠকই সম্পন্ন হচ্ছে ভিডিও কলে।

ডেল্টা এয়ার লাইনসের প্রধান নির্বাহী এড বাস্টিয়ানতো জানিয়েই দিয়েছেন যে, ২০১৯ সালের মতো ব্যবসায়িক বিদেশ সফর আর হয়তো কখনই দেখা যাবে না।