ভারতে হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা গুগলের

ভারতে প্রায় এক হাজার কোটি ডলার বিনিয়োগ করবে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল। আগামী পাঁচ থেকে সাত বছরে ইক্যুইটি বিনিয়োগ ও জোট বাঁধার মধ্য দিয়ে ওই অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 12:34 PM
Updated : 13 July 2020, 12:34 PM

‘গুগল ফর ইন্ডিয়া’ বার্ষিক আয়োজনের ওয়েবকাস্টে হাজির হয়েছিলেন পিচাই। সেখানেই এই বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের ভবিষ্যত ও ডিজিটাল অর্থনীতিতে আমাদের ভরসার প্রতিচ্ছবি এটি”। -- খবর রয়টার্সের।

এর আগে এপ্রিলের শেষে গণমাধ্যমে খবর এসেছিল, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্সের প্রযুক্তি ব্যবসায় প্রায় দশ শতাংশ ৫৭০ কোটি ডলারে কিনতে চাচ্ছে মার্কিন সোশাল জায়ান্ট ফেইসবুক।

চলতি বছরের জানুয়ারিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার হিসেবে ভারতের জায়গা করে নেওয়া খবর আসে একাধিক গণমাধ্যমে। ওই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিয়েছিল দেশটি। তালিকাটির শীর্ষস্থানে ছিল চীন।