সবাই মাস্ক পরলে এডিট বাটন আসবে: টুইটার

সবাই মাস্ক পরে বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় কর্তৃপক্ষকে সহায়তা করলেই প্ল্যাটফর্মে বহু প্রতীক্ষিত এডিট বাটন যোগ করা হবে বলে জানিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2020, 03:23 PM
Updated : 3 July 2020, 03:23 PM

বেশ কয়েকটি টুইট বার্তায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জোর দিয়েছে প্রতিষ্ঠানটি-- খবর আইএএনএস-এর।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি বলেছে, “সবাই মাস্ক পরলে, আপনারা একটি এডিট বাটন পেতে পারেন।”

“সবাই মানে সবাই”-- বলছে প্রতিষ্ঠানের আরেক টুইট।

দূর্ঘটনাবশত ভুল বানানে টুইট করে ফেললে লজ্জা থেকে বাঁচার জন্য এডিট বাটনের প্রত্যাশা গ্রাহকের বহু দিনের।

এর আগে প্রতিষ্ঠান প্রধান জ্যাক ডরসি বলেছেন, “সম্ভবত” এডিট বাটন কখনোই আসবে না।

সম্প্রতি ডরসি বলেন, “আমরা এসএমএস, টেক্সট বার্তা সেবা হিসেবে শুরু করেছি। আর আপনারা সবাই জানেন, একবার বার্তা পাঠালে আপনি আর সেটা ফেরত পাবেন না। শুরুর দিকে আমরা এই আবহ এবং অনুভূতিই ধরে রাখতে চেয়েছি।”

এডিট বাটনের জন্য টুইটারের নতুন পরিকল্পনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক গ্রাহক।

টুইট বার্তায় ডৌগ সন্ডারস নামের এক গ্রাহক বলেন, “ওকে, টুইটার এখন আমাকে মাস্ক না পরার একটি কারণ দিয়েছে।”

আরেক গ্রাহক বলেন, “ওকে, আমি মাস্ক পরা বন্ধ করছি, কারণ একটি এডিট বাটন বিশৃঙ্খলা তৈরি করবে, যা টুইটার ব্যবহারকারী সবাই জানেন।”