স্বচালিত গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠান জুক্সকে কিনে নিচ্ছে অ্যামাজন

শত কোটি মার্কিন ডলারের বেশি মূল্যে স্বচালিত গাড়ির স্টার্টআপ প্রতিষ্ঠান জুক্সকে কিনতে রাজি হয়েছে অ্যামাজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 02:49 PM
Updated : 26 June 2020, 02:49 PM

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে গ্রাহক চাঁদাভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, এই অধিগ্রহণের মাধ্যমে স্বচালিত গাড়ির প্রযুক্তিতে সামর্থ্য আরও বাড়বে অ্যামাজনের।

ঠিক কতো মূল্যে চুক্তি হয়েছে তা নিশ্চিত করে বলেনি কোনো প্রতিষ্ঠান। চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময় বিষয়টি খোলাসা করতে পারে অ্যামাজন, আর সে ঘোষণা আসতে পারে এক দিনের মধ্যেই।

প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এই হাতবদলে অর্থ ফেরত পাচ্ছেন জুক্স-এর বেশিরভাগ বিনিয়োগকারী।

লাক্স ক্যাপিটাল, ডিএফজি এবং অ্যাটলাসিয়ান সহ-প্রতিষ্ঠাতা মাইকেল ক্যানন-ব্রুকসও জুক্সে বিনিয়োগকারীদের একজন।

গত মাসেই প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চুক্তির জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে প্রতিষ্ঠান দু’টির মধ্যে।

২০১৮ সালে ৩২০ কোটি মার্কিন ডলার তহবিল জোগাড় করেছিলো প্রতিষ্ঠানটি। চুক্তিতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ওই তহবিলের তুলনায় অনেকটাই কম হবে বলে আগেই ধারণা দিয়েছিলো ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন।

সম্প্রতি স্বচালিত গাড়ি খাতে বিনিয়োগ বাড়িয়েছে অ্যামাজন। বছরের শুরুতে স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান অরোরা ইনোভেশনের তহবিল সংগ্রহের রাউন্ডেও অংশ নিয়েছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।