এবার পোলিশ ডেটা সেন্টারে দুইশ’ কোটি ডলার বিনিয়োগ গুগলের

এবার পোলিশ ডেটা সেন্টারে দুইশ’ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করবে গুগল। এর আগে মে মাসে খবর এসেছিল দেশটিতে একই খাতে মাইক্রোসফটের একশ’ কোটি ডলার বিনিয়োগের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 12:20 PM
Updated : 24 June 2020, 12:20 PM

বুধবার খবরটি সম্পর্কে জানিয়েছে পোলান্ডের সংবাদমাধ্যম পালস বিজনেসু ডেইলি। রয়টার্সের ভিন্ন এক প্রতিবেদন বলছে, ক্লাউড সেবার ব্যবসায় জ্বলানী যোগাতেই ডেটা সেন্টারে বিনিয়োগ করছে গুগল।

নিজেদেরকে আঞ্চলিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে পোলান্ড। মধ্য ও পূর্ব ইউরোপ এবং পোলান্ডে গুগল ক্লাউডের ব্যবসা উন্নয়ন পরিচালক ম্যাগদেলেনা জিয়েভগুচ বলেছেন, “ওয়ারশ’তে অবস্থিত রিজিওন গুগল ক্লাউড হবে পোলান্ডের এ ধরনের সবচেয়ে বড় বিনিয়োগ কাঠামো”।      

তিনি আরও বলেন, “আমরা ২০২১ সালের শুরুতে এই কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছি।”

পোলান্ডের উপ প্রধানমন্ত্রী ইয়াদভিগা এমিলাভিচ অনুমান করেছেন, প্রকল্পে গুগল ১৫০ কোটি থেকে দুইশ’ কোটি ডলার বিনিয়োগ করতে পারে।