আইবিএম গাড়ির চাবি হতে যাচ্ছে মালিকের আইফোন

শীঘ্রই আইফোন এবং অ্যাপল ওয়াচের মাধ্যমেই নিরাপদে গাড়ি আনলক করতে পারবেন গ্রাহক, সোমবার ‘কারকি’ নামের এমনই এক ফিচারের ঘোষণা দিয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 05:26 PM
Updated : 23 June 2020, 05:26 PM

‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন’ (এনএফসি) প্রযুক্তির মাধ্যমে কাজ করে নতুন আইওএস ১৪-এর এই ফিচারটি, যা অ্যান্ড্রয়েড ডিভাইসে অনেক আগে থেকেই রয়েছে। অ্যাপলের ডিজিটাল চাবি ফিচারটি প্রথম গ্রহন করছে জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ-- খবর আইএএনএস-এর।

নতুন এই ফিচারটির মাধ্যমে আইফোন বা অ্যাপল ওয়াচ দিয়ে নিরাপদে গাড়ি আনলক বা চালু করতে পারবেন গ্রাহক। বার্তা পাঠিয়ে সহজে অন্যের সঙ্গে ডিজিটাল চাবি শেয়ারও করা যাবে।

ডিভাইস হারিয়ে গেলে আইক্লাউডের মাধ্যমে সহজে ডিজিটাল চাবি বন্ধও করে দিতে পারবেন গ্রাহক।

চলতি বছরই এনএফসি প্রযুক্তিভিত্তিক এই ফিচারটি উন্মুক্ত হবে বলে সোমবার ভার্চুয়াল ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি২০’-এ জানিয়েছে অ্যাপল।

নতুন এই ডিজিটাল চাবি ফিচারে আলট্রা ওয়াইডব্যান্ড প্রযুক্তিও ব্যবহার করেছে অ্যাপল। ইউ১ চিপের মাধ্যমে বাড়তি সুবিধা মিলবে।

অ্যাপল কারকি ফিচারের মাধ্যমে ভবিষ্যতের গাড়ির মডেলগুলো আনলক করতে পকেট বা ব্যাগ থেকে আইফোন বের করতে হবে না। সামনের বছরই উন্মুক্ত হবে ফিচারটি।