বিলিয়ন ডলার অনুদানের অঙ্গীকার জ্যাক ডরসির

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মোকাবেলায় মঙ্গলবার একশ’ কোটি মার্কিন ডলার অনুদানের অঙ্গীকার করেছেন টুইটার প্রধান জ্যাক ডরসি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 09:56 AM
Updated : 8 April 2020, 09:56 AM

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলছে, লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান স্কয়ারে নিজের শেয়ার থেকে এই অনুদান দেবেন ডরসি। স্কয়ারেরও সহ-প্রতিষ্ঠাতা তিনি।

বেশ কিছু টুইট বার্তায় ডরসি জানিয়েছেন, নিজের সম্পদের প্রায় ২৮ শতাংশ তার দাতব্য তহবিল স্মার্ট স্মল এলএলসি-তে দান করবেন। পরবর্তীতে এই সংস্থাটি সার্বজনীন মৌলিক আয় এবং নারীদের স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করবে।

বেশ কয়েক বছর ধরেই নিজের দাতব্য প্রচেষ্টা গোপন করে এসেছেন ডরসি। এবারে টুইটার প্রধান বলেছেন, এখন থেকে এই তহবিলে যে অনুদান আসবে বা এর থেকে যে অনুদান বের হবে, তার হিসাব সব সময় নথিতে উন্মুক্ত থাকবে।

ফোর্বস-এর ধারণা অনুযায়ী ডরসির মোট সম্পদের পরিমাণ ৩৩০ কোটি মার্কিন ডলার।

টুইটারের বদলে তিনি স্কয়ারের শেয়ার থেকে অনুদান দিচ্ছেন তার ব্যাখা দিতে ডরসি বলেন, লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানটির বড় অংশ রয়েছে তার দখলে।

ডরসি আরও বলেন, অঙ্গীকার মতো ক্রমেই শেয়ার বিক্রির হার বাড়ানো হবে।