ডট বাংলা ও ডট বিডি নবায়নে বিলম্ব মাশুল নিচ্ছে না বিটিসিএল

বাংলা ভাষায় স্বীকৃত বাংলাদেশের জাতীয় ডোমেইন ডট বাংলা (.Bangla) ও ডট বিডি (.BD) নবায়নে বিলম্ব হলে আপাতত মাশুল নেবে না রাষ্ট্রয়াত্ত টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 10:23 AM
Updated : 5 April 2020, 10:23 AM

কোভিড-১৯ মহামারীর এই সময় বৈশ্বিক সংকটের প্রভাব বিবেচনায় নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে বিটিসিএল এই সিদ্ধান্ত নিয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সেখানে বলা হয়, ১ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সময়ে ডট বাংলা (.Bangla) ও ডট বিডি (.BD) ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল দিতে হবে না। যেসব গ্রাহক ১ মার্চের পর বিলম্ব মাশুল দিয়ে ডোমেইন নবায়ন করেছেন তাদের বিলম্ব মাশুল ফেরত দেওয়া হবে। 

২০১৮ সালের মার্চ পর্যন্ত এক বছরে মাত্র ৪৪২ জন গ্রাহক বা প্রতিষ্ঠান ডট বাংলা ডোমেইন ব্যবহার করেছেন। এরপর মূল্য হ্রাস করা হলে দুই বছরেরও কম সময়ে ডোমেইন দুটির মোট গ্রাহক সংখ্যা ২৫ হাজার ৭ শত ২৪টিতে উন্নীত হয়।

ডট বাংলা ডোমেইন সহজ ও সুলভে বিক্রির জন্য ইতোমধ্যে প্রমোশনাল সেলস বিভাগ গঠিত হয়েছে এবং ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ডোমেইন নিবন্ধন করা সম্ভব হচ্ছে।

অনলাইনে ডট বাংলা (.Bangla) ও ডট বিডি (.BD) ডোমেইন নবায়ন ও নিবন্ধনের জন্য সংশ্লিষ্টদের bdia.btcl.com.bd লিংকে যেতে হবে।