হোয়াটসঅ্যাপে সত্যতা যাচাই সেবা ফেইসবুকের

নভেল করোনাইভাইরাস নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো তথ্যের সত্যতা যাচাইয়ে মেসেজিং প্ল্যাটফর্মটিতে নতুন সেবা চালু করেছে ফেইসবুক। শুধু ইতালিতে এই সেবা চালু করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2020, 01:37 PM
Updated : 3 April 2020, 01:37 PM

ফেইসবুক বলছে, পরিবর্তিত কনটেন্টের বিরুদ্ধে লড়াইয়ে নতুন পদক্ষেপ হিসেবে ইতালির স্থানীয় সত্যতা যাচাই সেবা ফ্যাক্টা’র সঙ্গে কাজ করছে তারা। ভিডিও, অডিও এবং ছবিসহ হোয়াটসঅ্যাপে ছড়ানো অন্যান্য কনটেন্ট বিশ্লেষণ করছে এই সেবা।

কোনো কনটেন্টের সত্যতা যাচাই করতে চাইলে তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্যাক্টা’র কাছে পাঠাতে পারবেন গ্রাহক-- খবর রয়টার্সের।

ইতালির সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তও এই দেশটি।

ইতালি সরকারের পক্ষ থেকে দেশ অবরুদ্ধ করার ঘোষণা দেওয়ার পর থেকে আরও বেড়েছে হোয়াটসঅ্যাপ ট্রাফিক। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে সামাজিক মাধ্যমগুলোর ওপর আরও নির্ভরশীল হচ্ছেন গ্রাহক।

ভুয়া খবর ছড়াতে মেসেজিং অ্যাপের ব্যবহারও বেড়েছে। হাসপাতালের নাটকীয় পরিস্থিতি এবং ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে ভাইরাসটি ল্যাবরেটরিতে বানানো। আবার এমনটাও ছড়ানো হচ্ছে যে, এই ভাইরাসের আসলে অস্তিত্বই নেই।

বর্তমানে বিশ্বজুড়ে দুইশ’ কোটির বেশি গ্রাহক রয়েছে হোয়াটসঅ্যাপের। প্ল্যাটফর্মের মাধ্যমে ভুয়া খবর ছড়ানো আটকাতে উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি।