নতুন ম্যাকবুকে ‘সিজর’ কিবোর্ড ফেরালো অ্যাপল

বুধবার নিজেদের ম্যাকবুক এয়ারের আপডেটেড সংস্করণ বাজারে এনেছে অ্যাপল। নতুন এই সংস্করণটিতে কিবোর্ড লাইন পাল্টে দিয়ে ‘সিজর’ মেকানিজমের কিবোর্ড নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 12:57 PM
Updated : 19 March 2020, 12:57 PM

টাইপ-সংশ্লিষ্ট সমস্যার জন্য বেশ কড়া সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল প্রতিষ্ঠানটির ‘বাটারফ্লাই’ মেকানিজমের কিবোর্ডকে। ব্যবহারকারীদের অভিযোগ ছিল, কিবোর্ডটিতে সামান্য পরিমাণে ধুলা পড়লেই কিবোর্ডের কি-গুলোয় ‘স্টিকি কি’ সমস্যা দেখা দেয়। এর মানে হচ্ছে, কোনো কি চাপার পর আঙ্গুল উঠিয়ে আনলেও কি চেপেই বসে থাকছে। ফলে কোনো অক্ষর একবার চাপলেও অসংখ্যবার ওই অক্ষর চাপার মতো ঘটনা ঘটছে। -- খবর সংবাদমাধ্যম রয়টার্সের।

গত বছর কিবোর্ড সংশ্লিষ্ট প্রস্তাবিত এক ক্লাস অ্যাকশন মামলা খারিজের-ও আবেদন করেছিল অ্যাপল। গত ডিসেম্বরে আইফোন নির্মাতার ওই আবেদন প্রত্যাখ্যান করেন এক মার্কিন ফেডারেল বিচারক। মামলাটিতে অ্যাপলের বিরুদ্ধে এক ক্রেতা অভিযোগ করেছিলেন, বাটারফ্লাই কিবোর্ডের সমস্যা সম্পর্কে আগে থেকেই জানত প্রতিষ্ঠানটি।

এবারে শুধু কিবোর্ড নয়, ম্যাকবুক এয়ারের দামও কমিয়ে এনেছে অ্যাপল। নতুন ল্যাপটপগুলোর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার থেকে। আগ্রহীরা বুধবার থেকেই প্রতিষ্ঠানটির অনলাইন স্টোর থেকে অর্ডার করতে পারবেন ল্যাপটপগুলো। আগামী সপ্তাহেই অ্যাপলের খুচরা দোকানেও চলে আসবে ডিভাইসগুলো।