ভিয়েতনামে আরঅ্যান্ডডি সেন্টার বানাচ্ছে স্যামসাং

গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে গত বছর রেকর্ড বিনিয়োগের পর এবার ভিয়েতনামে ২২ কোটি মার্কিন ডলারে আরেকটি আরঅ্যান্ডডি সেন্টার বানানোর কাজ শুরু করেছে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 06:18 AM
Updated : 2 March 2020, 06:18 AM

স্যামসাং ভিয়েতনামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, হ্যানয়ে নতুন এই আরঅ্যান্ডডি সেন্টারটির নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালে। এতে কর্মসংস্থান হবে ২২০০ থেকে ৩০০০ ব্যক্তির।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামে একক বিদেশি প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বড় বিনিয়োগকারী স্যামসাং। দেশটিতে স্যামসাংয়ের সর্বমোট বিনিয়োগ বলা হয়েছে ১৭০০ কোটি মার্কিন ডলার।

দক্ষিণপূর্ব এশিয়ায় সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র হবে স্যামসাংয়ের নতুন আরঅ্যান্ডডি সেন্টার। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস (আইওটি), বিগ ডেটা এবং ৫জি নিয়ে প্রতিষ্ঠানের গবেষণার পরিধি আরও বাড়াবে এই কেন্দ্রটি।

সোমবার সকালেই কেন্দ্রটি বানানোর কাজ শুরুর ঘোষণা দিয়েছে ভিয়েতনাম সরকার।

ভিয়েতনাম থেকে রপ্তানি করা স্মার্টফোন এবং স্পেয়ার পার্টসের বেশির ভাগই স্যামসাংয়ের তৈরি। সরকারি শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী দেশটিতে আগের বছর স্যামসাংয়ের উৎপাদন ৪.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১৩৮ কোটি মার্কিন ডলার।