আরঅ্যান্ডডি খাতে রেকর্ড বিনিয়োগ স্যামসাংয়ের

গবেষণা এবং উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে গত বছর রেকর্ড এক হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার বা ২০.১ ট্রিলিয়ন ওন খরচ করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2020, 10:52 AM
Updated : 28 Feb 2020, 10:52 AM

প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের চেয়ে এই খাতে বিনিয়োগ বেড়েছে ৮.৩ শতাংশ। আয় কমলেও নতুন ব্যবসা বৃদ্ধির দিকে নজর দিতে আরঅ্যান্ডডিতে বিনিয়োগ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি-- খবর আইএএনএস-এর।

গত বছর স্যামসাংয়ের বিক্রি ৫.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩০.৪ ট্রিলিয়ন ওন। এতে এক বছর আগের চেয়ে প্রতিষ্ঠানের পরিচালন লাভ ৫২.৮ শতাংশে কমে দাঁড়িয়েছে ২৭.৭৬ ট্রিলিয়ন ওন।

বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ সালে প্রতিষ্ঠানের বিক্রির সঙ্গে আরঅ্যাণ্ডডি খরচের অনুপাত বেড়েছে ৮.৮ শতাংশ, যা এক বছর আগের চেয়ে ১.১ শতাংশ বেশি।

সিস্টেম চিপ এবং পরবর্তী প্রজন্মের পর্দা তৈরিতে আরআআন্ডডি খাতে সবচেয়ে বেশি খরচ করেছে স্যামসাং।

বিশ্বের সর্ববৃহৎ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগের বছর এপ্রিলেই ঘোষণা দেওয়া হয়েছে, সিস্টেম চিপে শীর্ষস্থানে আসতে ২০৩০ সালের মধ্যে ১৩৩ ট্রিলিয়ন ওন খরচ করা হবে।

অক্টোবরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, কোয়ান্টাম ডট পর্দা উৎপাদনে ১৩ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করবে স্যামসাং। পাশাপাশি ৩.১ ট্রিলিয়ন ওন যাবে নতুন পর্দা প্রযুক্তির উন্নয়নে।