স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট মামলায় ন্যানোকো

স্যামসাং ইলেকট্রনিকস এবং এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পেটেন্টবিষয়ক রীতিনীতি অমান্য করার অভিযোগ তুলেছে ব্রিটিশ ন্যানোটেকনোলজি প্রতিষ্ঠান ন্যানোকো। কোয়ান্টাম ডট সম্পর্কিত এই অভিযোগটি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের জেলা আদলতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 04:08 PM
Updated : 17 Feb 2020, 04:08 PM

কোয়ান্টাম ডট উৎপাদন করে থাকে ন্যানোকো, যা ভাইব্রেন্ট স্ক্রিন ডিসপ্লেতে ব্যবহার করা হয়ে থাকে। ন্যানোকোর দাবি, স্যামসাংয়ের প্রতিটি অঙ্গপ্রতিষ্ঠানই তাদের পেটেন্ট অমান্য করেছে।

“উল্লেখযোগ্য ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে স্থায়ী আদেশ” দাবি করেছে ন্যানোকো-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

ন্যানোকো চেয়ারম্যান ক্রিস্টোফার রিচার্ডস বলেন, “ঐতিহাসিকভাবে, উন্নত কোয়ান্টাম ডট বানাতে স্যামসাংয়ের সঙ্গে একত্রে কাজ করেছে দলটি।”

“আমরা হতাশ হয়েছি যখন স্যামসাং সংঘ ছেড়ে গেছে এবং ন্যানোকোর সঙ্গে কোনো লাইসেন্সিং বা সরবরাহ চুক্তি ছাড়াই কোয়ান্টাম ডটভিত্তিক টেলিভিশন উন্মোচন করেছে,” যোগ করেন রিচার্ডস।

স্যামসাংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ন্যানোকো টেকনোলজিসের উল্লেখ করা পেটেন্টটি আমরা পর্যালোচনা করছি এবং তাদের দাবিতে সাড়া দেওয়া হবে।”