গ্রাহক সংখ্যা দুইশ’ কোটি ছাড়ালো হোয়াটসঅ্যাপের

গ্রাহক সংখ্যা দুইশ’ কোটি ছাড়িয়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছে ফেইসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বিশ্বের দ্বিতীয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে এই মাইলফলকে পৌঁছলো প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2020, 10:28 AM
Updated : 13 Feb 2020, 10:28 AM

ঠিক কীভাবে এই গ্রাহক সংখ্যা হিসাব করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি হোয়াটসঅ্যাপ-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে ফেইসবুক যখন প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে তখন এর গ্রাহক ছিলো ৫০ কোটি। বিশেষভাবে তরুণদের মাঝে বেশি জনপ্রিয় এই চ্যাটিং মেসেঞ্জারটি।

ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো দ্রুত বর্ধমান বিভাগগুলো থেকে আয় বাড়ানোর পরিকল্পনা করছে ফেইসবুক। হোয়াটসঅ্যাপের জন্য ই-কমার্স টুলও বানাচ্ছে প্রতিষ্ঠানটি।

আগের বছর নভেম্বরে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে একটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটির মাধ্যমে ‘মোবাইল স্টোরফ্রন্টে’ ছবি ও দামসহ নিজেদের পণ্য প্রদর্শন করতে পারে ক্ষুদ্র ব্যবসাগুলো।

আগের বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেইসবুকের সক্রিয় গ্রাহক সংখ্যা ছিলো প্রায় আড়াইশ’ কোটি।