ভিডিওতে ধরা পড়লো স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল

চলতি মাসেই নতুন ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপ উন্মোচন করতে পারে স্যামসাং। উন্মোচনের আগেই টুইটারর ডিভাইসটির ভিডিও দেখিয়েছেন স্মার্টফোনের তথ্য ফাঁসকারী বেন গেসকিন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 06:17 AM
Updated : 3 Feb 2020, 06:17 AM

সংক্ষিপ্ত ওই ভিডিওটিতে নতুন ফোল্ডএবল ডিভাইসটির এক ঝলক দেখানো হয়েছে। ভিডিওটির উৎপত্তি কথা থেকে তা এখনও স্পষ্ট নয় বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

এর আগে ফাঁস হওয়া ছবি ও রেন্ডারে যেমনটা দেখা গেছে নতুন ভিডিওতেও একই নকশা দেখা গেছে গ্যালাক্সি জেড ফ্লিপ-এ।

বলা হচ্ছে, নতুন এই ডিভাইসটিতে প্লাস্টিকের বদলে পাতলা কাঁচের পর্দা ব্যবহার করা হবে। তবে ভিডিও দেখে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাস্তব জীবনে গ্যালাক্সি জেড ফ্লিপ হয়তো অন্যান্য ডিভাইসের চেয়ে পকেট বা হ্যান্ডব্যাগে ঢুকানো অনেক সহজ হবে, মোটোরলার নতুন ফোল্ডএবল রেজরের মতো।

১১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য অ্যানপ্যাকড ইভেন্টে নতুন এই ফোল্ডএবল ডিভাইসটি উন্মোচন করতে পারে স্যামসাং। যদিও এবারের আয়োজনের মূল সম্ভাব্য আকর্ষণ প্রতিষ্ঠানের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২০।