নতুন করে ম্যাপ সাজাচ্ছে অ্যাপল

বৃহস্পতিবার মার্কিন গ্রাহকদের জন্য নতুন নকশার ম্যাপস সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন সংস্করণে যোগ হয়েছে এয়ারপোর্ট এবং শপিং মলের ইনডোর ম্যাপ ফিচার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2020, 12:54 PM
Updated : 31 Jan 2020, 12:54 PM

আইফোনের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ হলো ম্যাপস। প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিলো নতুন করে ম্যাপস অ্যাপ বানানো হচ্ছে।

প্রতিষ্ঠানের নিজস্ব সেন্সরযুক্ত ভ্যান দিয়ে ম্যাপের ডেটা জোগাড় করা হয়েছে। আর যেসব গ্রাহক নিজেদের ডেটা শেয়ার করতে রাজি হয়েছেন তাদের ডেটাও নতুন ম্যাপস অ্যাপের জন্য বেনামে ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, নতুন নকশার এই সংস্করণটি রাস্তা এবং ভবনের আরও বিস্তারিত তথ্য দেখাবে। এর পাশাপাশি এতে যোগ করা হয়েছে ফ্লাইওভারের ৩ডি ভিউ।

সামনের কয়েক মাসের মধ্যে নতুন এই সংস্করণটি ইউরোপের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে অ্যাপল।