উইন্ডোজ ৭ আপডেট আনতেই হলো মাইক্রোসফটকে

চলতি মাসের শুরুতেই উইন্ডোজ ৭-এর জন্য শেষ আপডেট উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। আনুষ্ঠানিকভাবে এই অপারেটিং সিস্টেমটিতে সমর্থন শেষ করার পর কয়েকদিনের মধ্যেই বিনামূল্যে এতে আরেকটি আপডেট আনতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 03:53 PM
Updated : 27 Jan 2020, 03:54 PM

উইন্ডোজ ৭-এর কিছু গ্রাহক ডেস্কটপ ওয়ালপেপারে ত্রুটির মুখে পড়েছেন। ত্রুটির কারণে ওয়ালপেপারের বদলে কালো রঙ দেখা যাচ্ছে অনেক কম্পিউটারে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

বিষয়টি স্বীকার করেছে মাইক্রোসফটও। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “কেবি৪৫৩৪৩১০ ইনস্টল করার পর আপনার ডেস্কটপ ওয়ালপেপার ‘স্ট্রেচ’ মোডে কালো রঙ দেখাতে পারে।”

ওয়ালপেপারের শুধু ‘স্টেচ’ মোডই এই ত্রুটিতে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফিট, ফিল, টাইল বা সেন্টার ডেস্কটপ মোডগুলোতে এর কোনো প্রভাব পড়েনি।

সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, এই ত্রুটি “খুবই লজ্জাজনক”।

প্রাথমিকভাবে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, প্রাতিষ্ঠানিক গ্রাহক যারা উইন্ডোজ ৭-এর এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ) প্যাকেজ কিনেছেন শুধু তাদেরকেই আপডেট দেওয়া হবে। পরবর্তীতে অবশ্য প্রতিষ্ঠানটি জানিয়েছে সব গ্রাহকের জন্যই বিনামূল্যে এই আপডেট দেওয়া হবে।