এ বছরই অ্যাপল আনতে পারে ৫জি আইপ্যাড 

চলতি বছর সেপ্টেম্বরেই নতুন আইফোন ১২-এর সঙ্গে প্রথমবারের মতো ৫জি আইপ্যাড উন্মোচন করতে পারে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2020, 04:58 PM
Updated : 17 Jan 2020, 04:58 PM

অ্যাপলের এমএমওয়েভ ৫জি আইফোন এবং ৫জি আইপ্যাডের জন্য প্রতিষ্ঠানের সরবরাহ চেইনে যোগ হয়েছে অ্যান্ডভান্সড সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং (এএসই)। ডিভাইসগুলোর জন্য এফসি_এআইপি (ফ্লিপ চিপ অ্যান্টেনা-ইন-প্যাকেজ)  প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি-- খবর আইএএনএস-এর।

ধারণা করা হচ্ছে, ২০২০ সালের শুরুতেই আইপ্যাড প্রো আপডেট করবে অ্যাপল। আর বছরের শেষ দিকে আনা হতে পারে ৫জি মডেল। 

সম্প্রতি খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো বলেন, ২০২০ সালের প্রথমার্ধেই নতুন একটি আইপ্যাড প্রো উন্মোচন করতে পারে অ্যাপল। ডিভাইসটিতে রাখা হতে পারে নতুন ৩ডি সেন্সিং প্রযুক্তি।

টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের এক গবেষণা নথিতে কুয়ো বলেন, পেছনের ক্যামেরা ব্যবস্থার মাধ্যমেই ৩ডি সেন্সিং প্রযুক্তি আনা হবে নতুন আইপ্যাডে।

ধারণা করা হচ্ছে, ‘টাইম-টু-ফ্লাইট’ ক্যামেরা সেন্সর থাকবে ডিভাইসটিতে। ঘরের মধ্যে কোনো বস্তুর ৩ডি ম্যাপ বানাতে ওই বস্তুর ওপর আলোর প্রতিফলনে কতো সময় লাগে তা পরিমাপ করে সেন্সরটি।

কুয়ো আরও বলেন, ২০২০ সালের প্রথমার্ধেই অপেক্ষাকৃত সস্তা আইফোন এসই ২ উন্মোচনেরও পরিকল্পনা রয়েছে অ্যাপলের। এই ডিভাইসটির বাজার মূল্য হতে পারে ৩৯৯ মার্কিন ডলার।

ধারণা করা হচ্ছে, আইফোন এসই২-এর নকশা হবে আইফোন ৮-এর মতো। আর এতে ব্যবহার করা হবে আইফোন ১১-এর এ১৩ বায়োনিক প্রসেসর।