ফের দুর্ঘটনায় পড়ে কর্তৃপক্ষের রোষানলে টেসলা

আগে থেকেই টেসলার ব্যাপারে চটে ছিল মার্কিন ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’ (এনএইচটিএসএ)। এবার ওই আগুনেই ঘি ঢেলেছে নতুন আরেক দুর্ঘটনা। রোববার ফের দুর্ঘটনায় পড়েছিল টেসলার একটি গাড়ি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2020, 02:52 PM
Updated : 2 Jan 2020, 02:52 PM

দুর্ঘটনায় হতাহতের শিকার হয়েছেন মোট চার জন। দুই জন মারা গেছেন আর দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার এনএইচটিএসএ জানিয়েছে, বিশেষ টিম দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নামছে। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

এনবিসি নিউজের বরাতে জানা গেছে, লস অ্যাঞ্জেলসের এক রাস্তায় লাল সংকেত মানেনি ওই টেসলা গাড়ি। ফলে গিয়ে আছড়ে পড়েছে আরেক হন্ডা সিভিক গাড়ির উপর। এনএইচটিএসএ’র তদন্তে মূলত দুর্ঘটনায় অটোপাইলট ফিচারের কোনো ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এর আগেও টেসলা গাড়ির অন্তত ডজনখানেক দুর্ঘটনা তদন্ত করেছে এনএইচটিএসএ’র এই বিশেষ তদন্ত টিম।

সাম্প্রতিক দুর্ঘটনায় টেসলা গাড়ির অটোপাইলট ফিচার কোনো ভূমিকা রেখেছিল কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার করেননি এনএইচটিএসএ মুখপাত্র। পুরো বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি টেসলা।

অটোপাইলট মোডে চলার সময় টেসলা গাড়ির দুর্ঘটনায় পড়ার ঘটনা এর আগেও ঘটেছে। এ পর্যন্ত একাধিক দুর্ঘটনায় বিশ্বব্যাপী অন্তত পাঁচজন মারা গেছেন টেসলা বাহনের অটোপাইলট ফিচারের কারণে। ডিসেম্বরে রাস্তার পাশে পার্ক করে রাখা পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে বসেছিল টেসলা। ওই গাড়িটি অটোপাইলটে চলছিল।

বর্তমানে ফিচারটির কারণে তদন্তও চলছে প্রতিষ্ঠানটির নামে।