বড় বাড়ির জন্য টেসলার নতুন সৌর ব্যবস্থা

বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটাতে নতুন ১৫.৪ কিলোওয়াটের সৌর ব্যবস্থা উন্মোচন করেছে টেসলা। চার হাজার বর্গফুট বা তার চেয়ে বড় বাড়িগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট হবে এই ব্যবস্থা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 09:10 AM
Updated : 16 Dec 2019, 09:10 AM

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, যে মার্কিন বাড়িগুলো প্রতি মাসে ৩৪০ থেকে ৪৬০ মার্কিন ডলার বিদ্যুৎ বিল দেয় তাদের জন্য সহায়ক হবে টেসলার এই সৌর ব্যবস্থা।

নতুন এই সৌর ব্যবস্থার মাধ্যমে সৌর প্যানেল ব্যবসাকে আরেক ধাপ সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

চলতি বছর সেপ্টেম্বর, সরল সৌর ব্যবস্থা উন্মোচন করেছে টেসলা। সহজেই বাড়িতে লাগানো যাবে এই ব্যবস্থাটি।

সম্প্রতি সৌর ব্যবস্থার জন্য ভাড়ার ব্যবস্থাও চালু করেছে প্রতিষ্ঠানটি। মাসিক ৫০ মার্কিন ডলার ভাড়া দিয়ে বাড়িতে সৌর প্যানেল ব্যবস্থা লাগাতে পারবেন মালিক।

সৌর প্যানেলের খরচ আরও সরল ও স্বচ্ছ করতে এবং শক্তি উৎপাদন পণ্য নিয়ে আরও জোরালোভাবে কাজ করছে টেসলা।

চলতি বছরই বাড়ির ছাদে লাগানোর জন্য তৃতীয় প্রজন্মের সোলার টাইল উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

ধারণা করা হচ্ছে, নতুন সোলার টাইল দিয়ে দুই হাজার বর্গফুটের ছাদ ঢাকতে খরচ পড়বে প্রায় ৩৪ হাজার মার্কিন ডলার। এর সঙ্গে দেওয়া হচ্ছে ২৫ বছরের ওয়ারেন্টি সেবা।

প্রাথমিকভাবে টেসলা নিজেই টাইলগুলো বাড়ির ছাদে ইনস্টল করে দেবে। পুরো কাজটি মাত্র আট ঘন্টায় শেষ করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

মাস্ক আরও বলেন, নতুন ছাদ এবং আলাদাভাবে ছাদে লাগানো সৌর ব্যবস্থার চেয়ে সস্তা হবে টেসলার সোলার রুফ।