৫জি-তেও খুব বেশি বাড়বে না আইফোনের দাম!

৫জি নেটওয়ার্ক সমর্থন যোগ করা হলেও ২০২০ সালের আইফোনের দাম খুব বেশি বাড়ানো হবে না বলে ধারণা করছেন খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2019, 01:22 PM
Updated : 13 Dec 2019, 01:22 PM

৫জি যন্ত্রাংশের কারণে আইফোনের উৎপাদন খরচ বাড়লেও ৫জি আইফোনগুলোর মূল্য খুব বেশি বাড়ানো হবে না বলেই বিশ্বাস করেন টিএফ সিকিউরিটিজের এই অ্যাপল বিশ্লেষক। সামনের বছর চারটি ৫জি আইফোন বাজারে আনতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি-- খবর আইএএনএস-এর।

ধারণা করা হচ্ছে, ৫জি যন্ত্রাংশের কারণে আইফোনের উৎপাদন খরচ ৩০ থেকে ১০০ মার্কিন ডলার বাড়তে পারে।

কুয়ো বলেন, সরবরাহ চেইনে খরচ কমিয়ে এই বাড়তি উৎপাদন খরচ মিলিয়ে নেবে অ্যাপল। ৫জি ফোনের জন্য নতুন ধাতব চেসিস এবং ফ্রেইমের নকশায় সরবরাহকারীদেরকে যে প্রকৌশল খরচ দেওয়া লাগতো তাও কমিয়ে আনা হবে।

ফ্রেইমের নকশার পাশাপাশি আরও অনেক গবেষণা ও উন্নয়ন অ্যাপল নিজেরাই করবে বলেও ধারণা করছেন কুয়ো।

আইফোন ১২-এ নতুন ব্যাটারি সুরক্ষা মডিউল যোগ করারও পরিকল্পনা করছে অ্যাপল। এই মডিউলটি আগের চেয়ে ৫০ শতাংশ ছোট এবং পাতলা। এর কারণে ডিভাইসগুলোর বাড়তি জায়গায় আরও বেশি ক্ষমতার ব্যাটারি যোগ করা হতে পারে।

জেপি মরগান বিশ্লেষক সামিক চ্যাটার্জির ধারণা ২০২০ সালে ৫জি সংযোগসহ একটি ৫.৪ ইঞ্চি আইফোন দুইটি ৬.১ ইঞ্চি আইফোন এবং একটি ৬.৭ ইঞ্চি আইফোন উন্মোচন করবে অ্যাপল।