এবার কল ওয়েটিং সুবিধা হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2019 01:27 PM BdST Updated: 08 Dec 2019 01:27 PM BdST
-
ছবি- রয়টার্স
অবশেষে ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এসেছে ‘কল ওয়েটিং’ সুবিধা। পাশাপাশি অ্যাপটির বেটা সংস্করণের জন্য এসেছে নতুন তিন ডার্ক মোড সংশ্লিষ্ট অপশন। তবে, দেখা মেলেনি বহুল প্রতিক্ষীত ‘কল হোল্ডিং’ ফিচারটির।
হোয়াটসঅ্যাপের ভি২.১৯.৩৫২ এপিকে মিরর (v2.19.352) সংস্করণ এবং পরবর্তী সংস্করণগুলোতে মিলবে কল ওয়েটিং সুবিধাটি। এ ছাড়াও, কল ওয়েটিং সুবিধাটি এসেছে ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’র ভি২.১৯.১২৮ এপিকে মিরর (v2.19.128) সংস্করণেও। আর হোয়াটসঅ্যাপ এসেছে নতুন বেটা আপডেট। ওই আপডেটের বদৌলতে ডার্ক মোডের জন্য তিনটি নতুন অপশন পাচ্ছেন ব্যবহারকারীরা। -- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।
অধিকাংশ ‘ভয়েস ওভার আইপি’ বা ভিওআইপি সেবাতেই কল ওয়েটিংয়ের মতো সুবিধা নেই। হোয়াটসঅ্যাপেও এতোদিন কল ওয়েটিং সুবিধা ছিল না। আর এতে ঝামেলা পোহাতে হতো ব্যবহারকারীদের।
এর আগে সেবাটিতে অন্য কারো সঙ্গে কথা বলার সময়টিতে গুরুত্বপূর্ণ কোনো কল এলে সেটির আর হদিস পাওয়া যেত না। কলদাতা প্রথমে ‘রিং’ হওয়ার শব্দ এবং পড়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শব্দ শুনতে পেতেন। ফলে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার মাঝে পড়ে যেতেন তিনিও। কিন্তু এবার ফিচারটি চলে আসায় ওই ঝামেলাগুলো আর থাকছে না।
এদিকে, বেটা আপডেটের সঙ্গে আসা নতুন তিন ডার্ক মোড সংশ্লিষ্ট অপশনের ব্যাপারে প্রথম জানিয়েছে ডব্লিউএবিইটাইনফো নামের এক ওয়েবসাইট। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে জানানোর জন্য সাইটটি বেশ সুপরিচিত।
নতুন ওই অপশন তিনটির মধ্যে রয়েছে লাইট থিম, ডার্ক থিম এবং ‘সেট বাই ব্যাটারি সেভার’। এর মধ্যে লাইট থিমটিতে ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা রংয়ের, ডার্ক থিমে পাওয়া যাবে কালো রংয়ের ব্যাকগ্রাউন্ড। আর ‘সেট বাই ব্যাটারি সেভার’ অপশনটির কাজ হবে পুরোপুরি ভিন্ন।
‘সেট বাই ব্যাটারি সেভার’ অপশনটির বদৌলতে ব্যবহারকারীর স্মার্টফোন ব্যাটারির চার্জ নির্দিষ্ট পরিমাণ কমে গেলে চালু হয়ে যাবে ডার্ক মোড। তবে এই অপশনটি শুধু অ্যান্ড্রয়েড ৯.০ বা পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনগুলোর জন্য প্রযোজ্য।
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
-
ইউরোপে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় কয়েনবেইজ
-
ক্রিপ্টো ধস: বিপাকে ‘কিম কিংডম’ উত্তর কোরিয়া
-
সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
-
টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’
-
ইউএসবি-সি বাধ্যতামূলক করার কথা ভাবছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ