নিজের ২১ শতাংশ শেয়ার বেচলেন কালানিক

প্রতিষ্ঠানে নিজের ২১ শতাংশ শেয়ার বিক্রি করেছেন উবার সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক। শেয়ারের ‘লকআপ’ সময় শেষ হওয়ার পরই তিনি তার শেয়ার বিক্রি করছেন বলে উঠে এসেছে শুক্রবারের আইনি নথিতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2019, 07:02 AM
Updated : 12 Nov 2019, 07:03 AM

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই কোটির বেশি শেয়ার বিক্রি করেছেন কালানিক, যার মূল্য ৫৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

নিজের ২১ শতাংশ শেয়ার বিক্রির পরও উবারের সাত কোটি ৫৪ লাখ শেয়ার রয়েছে কালানিকের পকেটে, যার বাজার মূল্য ২০০ কোটি মার্কিন ডলারের বেশি।

আগের সপ্তাহের বুধবার তলানিতে পৌঁছেছে উবারের শেয়ার মূল্য। শেয়ার বাজারে আসার পর এটিই ছিল প্রতিষ্ঠানের সর্বনিম্ন শেয়ার মূল্য। এদিন প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি হয়েছে ২৫.৫৮ মার্কিন ডলারে।

প্রতিষ্ঠানের ১৭০ কোটি শেয়ারের ওপর লেনদেন সীমাবদ্ধতা উঠিয়ে নেওয়ার পরই দ্রুত পড়তে শুরু করে উবারের শেয়ার মূল্য।

সোমবার সকালে উবারের শেয়ার মূল্য ২.২ শতাংশ কমে দাঁড়ায় ২৬.৪৪ ডলারে। মে মে মাসে শেয়ার বাজারে নাম লেখানোর পর থেকে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য কমেছে প্রায় ৪১ শতাংশ।