স্টারলিংক স্যাটলাইট ব্যবহার করে মাস্কের টুইট

স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে সফলভাবে টুইট করেছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2019, 09:07 AM
Updated : 25 Oct 2019, 09:07 AM

স্টারলিংক প্রকল্পে মহাকাশে ছোট ছোট মোট ৪২ হাজার ব্রডব্যান্ড স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে স্পেসএক্স-এর। ইতোমধ্যেই এ ধরনের ৬২টি স্যাটেলাইট পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে সফল ইন্টারনেট সংযোগের মাধ্যমেই টুইট দু’টি করেছেন মাস্ক-- খবর আইএএনএস-এর।

প্রথম টুইটে প্রায় তিন কোটি অনুসারিকে মাস্ক বলেন, “স্টারলিংক স্যাটেলাইট দিয়ে মহাকাশের মাধ্যমে এই টুইট পাঠাচ্ছি।”

প্রথম টুইটের দুই মিনিট পরই আরেক টুইটে মাস্ক বলেন, “”বাহ! এটি কাজ করেছে।”

স্টারলিংক প্রকল্পের মাধ্যমে নিজস্ব ব্রডব্যান্ড স্যাটেলাইটের নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছে স্পেসএক্স। এর মাধ্যমে বিশ্বব্যাপী গ্রাহকদেরকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার প্রয়াশ করছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে ১২ হাজার স্যাটেলাইটের নেটওয়ার্ক তৈরি করতে চেয়েছিলো স্পেসএক্স। সম্প্রতি এতে আরও ৩০ হাজার স্যাটেলাইট যোগ করার পরিকল্পনার কথা জানিয়েছে স্পেসএক্স।

পৃথিবীর চারপাশে নিম্ন কক্ষপথে ১২ হাজার পর্যন্ত স্টারলিংক স্যাটেলাইট বসাতে ইতোমধ্যেই মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)-এর অনুমোদন পেয়েছে স্পেসএক্স।

সর্বোচ্চ আরও ৩০ হাজার স্টারলিংক স্যাটেলাইটের জন্য সম্প্রতি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর কাছে নথি জমা দিয়েছে মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটি।