প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার রাউটারে অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রাউটার  বানিয়ে ‘গ্লোবাল সার্ভিস রাউটার নিউ প্রোডাক্ট ইনোভেশন লিডারশিপ অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 03:17 PM
Updated : 15 Oct 2019, 03:17 PM

প্রতিষ্ঠানটির সোমবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরামর্শক সংস্থা ফ্রস্ট অ্যান্ড সুলিভান এই পুরস্কার ঘোষণা করে। 

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রাউটার হিসেবে গত এপ্রিলে ফ্রান্সের প্যারিসে এক সম্মেলনে ৫জি ও ক্লাউড উপযোগী এই রাউটারটি প্রদর্শন করে হুয়াওয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেটইঞ্জিন ৮০০০ সিরিজের প্রযুক্তি ও পণ্যের সুবিধা, বাজারে এই ব্রাণ্ডের নেতৃত্ব ও প্রভাব বিবেচনায় নিয়ে মেট্রো রাউটারকে সেরা হিসেবে নির্বাচন করে ফ্রস্ট অ্যান্ড সুলিভান।

হুয়াওয়ের সার্ভিস রাউটার ডোমেইনের সভাপতি হাংক চেন বলেন,  “সেই ১৯৯৫ সাল থেকে রাউটার নিয়ে গবেষণা ও নীরিক্ষা চালিয়ে আসছে হুয়াওয়ে। দুই দশকেরও বেশি সময় বিনিয়োগের পর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন আইপি নেটওয়ার্ক সেবাদানকারী হিসেবে নিজেদের  শীর্ষে নিয়ে যেতে পেরেছে প্রতিষ্ঠানটি। ”