হংকংয়ে পুলিশের অবস্থান জানাবে অ্যাপ

পুলিশ বাহিনী কখন কোথায় অবস্থান করছে হং কংয়ে বিক্ষোভকারীরা তা জানতে পারবেন এইচকেলাইভ নামের একটি অ্যাপের মাধ্যমে। প্রাথমিকভাবে বাধা দেওয়া হলেও এবার অ্যাপ স্টোরে এটির অনুমোদন দিয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 06:52 AM
Updated : 9 Oct 2019, 07:12 AM

আগে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছিল, ক্রাউড-সোর্সড এই অ্যাপটি কাঁদুনে গ্যাসের ব্যবহারও ট্র্যাক করতে পারে, এটি অনুমোদন দেওয়া হয়নি কারণ “এর মাধ্যমে অবৈধ কার্যক্রমকে অনুপ্রেরণা” দেওয়া হয়।

অ্যাপল অনুমোদন না দিলেও গুগল প্লে স্টোরে আগে থেকেই রয়েছে এইচকেলাইভ। এবার অ্যাপলও অ্যাপ স্টোরে যোগ করলো অ্যাপটি-- খবর বিবিসি’র।

বিবিসি’র অনুসন্ধানে আরও দেখা গেছে অ্যাপটি এর আগে কখনোই অ্যাপলের অ্যাপ স্টোরে ছিলো না, তবে এটি একেবারে মুছে ফেলাও হয়নি।

অ্যাপলের পক্ষ থেকে ডেভেলপারকে বলা হয়েছিল, “বিশেষভাবে অ্যাপটির মাধ্যমে গ্রাহক আইন প্রয়োগকারী সংস্থাগুলো এড়িয়ে চলতে” এবং সরকার-বিরোধী বিক্ষোভ করতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ডেভেলপারের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, দুই মাস আসে অ্যাপটি চালু করার পর এখন পর্যন্ত কোনো “আইনি অভিযোগ” আসেনি।

অ্যাপ স্টোরে এইচকেলাইভ অ্যাপটি যোগ করার পর আর কোনো মন্তব্য করতে রাজি হননি ওই ডেভেলপার।

“আমরা জানি অ্যাপলের অনেক ব্যবসায়িক বিষয় রয়েছে, কিন্তু যেহেতু ইতোমধ্যেই তারা ঠিক কাজটি করেছে তাই আর চাপ প্রয়োগের কোনো অর্থ নেই।”