ইরানী হ্যাকারদের লক্ষ্য মার্কিন নির্বাচন: মাইক্রোসফট
মো. ফয়সাল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2019 08:00 PM BdST Updated: 09 Oct 2019 01:21 PM BdST
-
ছবি-রয়টার্স
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে লক্ষ্যবস্তু হিসেবে ঠিক করেছে ইরানের একটি হ্যাকার দল যাদের সঙ্গে ইরান সরকারও সংশ্লিষ্ট বলে লক্ষণ রয়েছে-- দাবি মাইক্রোসফটের।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, দলটি ইতোমধ্যেই প্রায় আড়াইশ’ ইমেইল অ্যাকাউন্টে আক্রমণ চালিয়েছে। এর মধ্যে কিছু অ্যাকাউন্টের মালিক এমন সব ব্যক্তি যারা বিশেষ একটি নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত। বিবিসির প্রতিবেদনে কোনো নাম উল্লেখ করা না হলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাই হ্যাকার দলটির লক্ষ্য।
ইরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অপরদিকে ডনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের একজন বলেছেন, তাদেরকে টার্গেট করা হয়েছে এমন কোনো ইঙ্গিত তারা পাননি।
এ বিষয়ে কী বলেছে মাইক্রোসফট?
মাইক্রসফটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমরা দেখেছি একটি দল নির্দিষ্ট কিছু সাইবার কর্মকাণ্ড চালাচ্ছে। দলটিকে আমরা বলছি ‘ফসফরাস’। আমরা ধরণা করছি, এর উৎস ইরানে এবং তা সরাসরি ইরান সরকারের সঙ্গে জড়িত”।
মাইক্রোসফটের দাবি, অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ৩০ দিনে ফসফরাস দুই হাজার সাতশত বার বিভিন্ন ইমেইল অ্যাকাউন্টের পরিচয় জানার চেষ্টা চালিয়েছে। এরপর দলটি ২৪১টি ইমেইল অ্যাকাউন্টের উপর আক্রমণ চালায়।
“এসব অ্যাকাউন্টধারীর মধ্যে রয়েছে নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট লোকজন, সাবেক ও কর্মরত মার্কিন সরকারী কর্মকর্তা, আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে কাজ করেন এমন সাংবাদিক এবং প্রভাবশালী প্রবাসী ইরানী ব্যক্তি”- বলা হয়েছে মাইক্রোসফটের বিবৃতিতে।
মাইক্রসফটের মতে, মাত্র চারটি অ্যাকাউন্টের ক্ষেত্রে হ্যাকাররা সফল হতে পেরেছে তবে এর কোনোটির মালিকই নির্বাচনের সঙ্গে এখন বা অতীতে সংশ্লিষ্ট ছিলেন না।
হ্যাকাররা মূলত অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। তবে, মাইক্রসফট এ-ও বলছে যে, এটিকে “খুব উন্নতমানের আক্রমণ বলা যাবে না”। ইতোমধ্যেই মাইক্রোসফট আক্রান্ত অ্যাকাউন্ট মালিকদের এ বিষয়ে জানিয়েছে এবং অ্যাকাউন্টের নিরাপত্তা বিষয়ে সহযোগিতার আশ্বাসও দিয়েছে।
তবে, মাইক্রসফট বলছে ফসফরাস, যার আরেক নাম ‘এপিটি ৩৫’, এ দলটির সদস্যরা “অত্যন্ত নিবেদিত এবং তারা তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার জন্য শ্রম ও যথেষ্ট সময় দেওয়ার বিষয়ে আগ্রহী”।
মাইক্রসফট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে দুই ধাপে যাচাইকরণ পদ্ধতি চালু করার জন্য। সেইসঙ্গে নিয়মিত লগ ইন হিস্টোরি চেক করার জন্যও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী