আইওএস ১৩ বেটায় ফাঁস নতুন আইফোনের তারিখ

অ্যাপল মাত্রই আইওএস ১৩ বেটা সংস্করণ অনলাইনে ছেড়েছে। অ্যাপ ডেভেলপার আর সংশ্লিষ্টরা হুমড়ি খেয়ে নতুন এই সিস্টেম ঘেঁটে দেখছেন এতে নতুন আইফোনের বৈশিষ্ট্য টের পাওয়া যায় কীনা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2019, 03:37 PM
Updated : 16 August 2019, 03:37 PM

আইহেল্প ডটবিআর নামে এক প্রযুক্তি সাইট এর মধ্যেই নতুন এই অপারেটিং সিস্টেমে খুঁজে পেয়েছে একটি ইমেজ যেখানে আইওএস হোম স্ক্রিনে দেখানো একটি ক্যালেন্ডারে সেপ্টেম্বরের ১১ তারিখটি চিহ্নিত করে লেখা আছে- “হোল্ডফররিলিজ”! অ্যাপল সাধারণত আউট অফ দ্য বক্স এক্সপিরিয়েন্স বা ওওবিই ইভেন্ট অর্থাৎ অনুষ্ঠানে আসা দর্শকদের নতুন ডিভাইস হাতে নিয়ে নেড়েচেড়ে দেখানোর আয়োজনে এই শব্দগুচ্ছ ব্যবহার করে - খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ভার্জের প্রতিবেদনে বলা হচ্ছে গত বছর অ্যাপল এমন একটি ইমেইজ ব্যবহার করেছিল, যেখানে সেপ্টেম্বরের ১২ তারিখ চিহ্নিত করে রাখা ছিল। আর আইফোন ১০এস-এর ঘোষণা এসেছিল ওই তারিখেই।

অ্যাপল কি সত্যিই সেপ্টেম্বরের ১১ তারিখেই আনছে নতুন আইফোন? ইতিহাস ঘেঁটে কিন্তু তেমন আভাসের পক্ষেই সমর্থন মেলে। আসুন দেখে নেই আগের আইফোনগুলো কোন কোন তারিখে এনেছিল অ্যাপল-

বুধবার, সেপ্টম্বের ১২, ২০১৮

মঙ্গলবার, সেপ্টম্বের ১২, ২০১৭

বুধবার, সেপ্টম্বের ৭, ২০১৬

বুধবার, সেপ্টম্বের ৯, ২০১৫