আইওএস প্ল্যাটফর্মেও এলো নগদ অ্যাপ

নগদ গ্রাহকরা এখন থেকে আইফোন ও আইপ্যাডে নগদ অ্যাপ ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইলভিত্তিক আর্থিক লেনদেন সেবা নগদ-এর আইওএস অ্যাপ উন্মুক্ত হয়েছে ১ অগাস্ট বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2019, 04:00 AM
Updated : 2 August 2019, 04:31 AM

আইওএস অ্যাপটিতে নগদ অ্যান্ড্রয়েড অ্যাপের সব সুবিধাই পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা টাকা পাঠানো, ক্যাশ আউট করা, মোবাইল ব্যালেন্স রিচার্জ ও কেনাকাটা করতে পারবেন।

এই অ্যাপে স্বীয় নিবন্ধন ফিচার যোগ করা হয়েছে। এর জন্য গ্রাহকদের নিজেদের একটি ছবি অথবা সেলফি এবং নিজেদের জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি থাকতে হবে। নগদ অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ডিজিটাল কেওয়াইসি ফর্মটি পূরণ করে জাতীয় তথ্যভাণ্ডার থেকে তথ্য যাচাই করে নেবে। এর ফলে নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করতে এক মিনিটের বেশি সময় লাগে না বলে দাবি নগদের।