যুক্তরাজ্যে দুই হাজার কর্মী নেবে অ্যামাজন

চলতি বছর যুক্তরাজ্যে আরও দুই হাজার স্থায়ী কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা জানিয়েছে অ্যামাজন। এতে যুক্তরাজ্যে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যা ২৯৫০০ ছাড়াবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2019, 08:30 AM
Updated : 4 July 2019, 08:30 AM

অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ে এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে। তারা গবেষণা ও উন্নয়ন, অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং অপারেশনস বিভাগে কাজ করবেন-- খবর সিএনবিসি’র।

২০১৮ সালেও যুক্তরাজ্যে ২৫০০ স্থায়ী কর্মী নিয়োগ দিয়েছে অ্যামাজন। ইউরোপে প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজার এই দেশটি। মঙ্গলবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরেক ঘোষণায় বলা হয় এ বছর ফ্রান্সে ১৮০০ কর্মী নিয়োগ দেওয়া হবে। ইউরোপে অ্যামাজনের দ্বিতীয় বড় বাজার ফ্রান্স।

যুক্তরাজ্যের নতুন কর্মীদের ১৭০ জন কেমব্রিজ, এডিনবার্গ এবং লন্ডনে অ্যামাজনের ডেভেলপমেন্ট সেন্টারে কাজ করবেন।

অ্যামাজনের দাবি, ২০১০ সাল থেকে যুক্তরাজ্যে ১১৭০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। তবে এই বিনিয়োগের মধ্যে মূলধন এবং পরিচালন ব্যয় আলাদাভাবে দেখানো হয়নি।