১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল

চলতি বছরের সেপ্টেম্বরে নতুন ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো উন্মোচন করতে পারে অ্যাপল, এমনটাই ধারণা প্রকাশ করেছেন আইএইচএস মার্কিট-এর বিশ্লেষক জেফ লিন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 09:08 AM
Updated : 25 June 2019, 09:08 AM

নতুন ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো-তে এলজি ডিসপ্লে’র এলসিডি প্যানেল ব্যবহার করা পারে। এই পর্দার রেজুলিউশান হবে ৩০৭২ X ১৯২০। বর্তমান ১৫.৪ ইঞ্চি ম্যাকবুক প্রো’র পর্দার চেয়ে এর রেজুলিউশান বেশি। প্রচলিত ১৫.৪ ইঞ্চি পর্দায় রয়েছে ২৮৮০ X ১৮০০ পিক্সেল।

১৬ইঞ্চি মডেলে নতুন প্রসেসরও যোগ করতে পারে অ্যাপল-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এযাবত ১৩.৩ ইঞ্চি এবং ১৫.৪ ইঞ্চি মডেলের ম্যাকবুক প্রো উন্মোচন করে আসছিলো অ্যাপল। এবারই প্রথম ১৬ ইঞ্চি মডেলের দিকে যেতে পারে প্রতিষ্ঠানটি।

আগের মাসেই ম্যাকবুক প্রো লাইন আপডেট করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। নতুন ম্যাকবুক প্রো’র প্রসেসর এবং কিবোর্ড আপডেট করা হয়েছে।

লিনের ধারণা সেপ্টেম্বরে ম্যাকবুক এয়ার এবং ১৩ ইঞ্চি ম্যাকবুকের প্রসেসর আবারও আপডেট করা হতে পারে। ১২ ইঞ্চি ম্যাকবুক নিয়ে কোনো তথ্য জানাননি লিন। দুই বছরের বেশি সময় ধরে এই ডিভাইসটিতে কোনো আপডেট আনেনি অ্যাপল।