স্বচালিত ভ্যানে পিৎজা সরবরাহ করবে ডমিনো’স

উচ্চ-প্রযুক্তির যানবাহন ব্যবহারে বরাবরই এগিয়ে আন্তর্জাতিক পিৎজা জায়ান্ট ডমিনো’স। এর আগে ড্রোন, রোবট এবং স্বচালিত গাড়ি দিয়েও সরবরাহের পরীক্ষা চালিয়েছে তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2019, 09:04 PM
Updated : 22 June 2019, 09:04 PM

এবার স্বচালিত সরবরাহ ভ্যানে পিৎজা সরবরাহ করতে শুরু করতে যাচ্ছে মার্কিন এই প্রতিষ্ঠানটি-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

এবারে স্বচালিত ভ্যানে পিৎজা সরবরাহ করতে রোবোটিকস প্রতিষ্ঠান নিউরো’র সঙ্গে চুক্তি করেছে ডমিনো’। টেক্সাসের হিউস্টোনে স্বচালিৎ ভ্যান দিয়ে পরীক্ষা চালাতে অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি।

ডমিনো’স-এর নির্দিষ্ট কিছু স্টোর থেকে পিৎজা অর্ডার করলে স্বচালিত ভ্যানের মাধ্যমে সরবরাহ নিতে পারবেন গ্রাহক। চলতি বছরের শেষ দিকে শুরু হবে এই সেবা।

এই অপশনটি বাছাই করলে ডমিনো’স-এর অ্যাপের মাধ্যমে সরবরাহ ভ্যান ট্র্যাক করতে পারবেন গ্রাহক। ভ্যানের স্টোরেজে নির্দিষ্ট পিন কোড দিয়ে এর থেকে পিৎজা নেওয়া যাবে।

ডোমিনো'স-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান তথ্য কর্মকর্তা কেভিন ভাসকোনি বলেন, "আমরা সবসময় উদ্ভাবন  ও আমাদের গ্রাহকদের সরবরাহ অভিজ্ঞতা উন্নয়নের নতুন উপায় সন্ধান করছি।"