প্রিমিয়াম স্মার্টফোনে সবচেয়ে উদ্ভাবনী অপো!

সাম্প্রতিক বছরগুলোতে প্রিমিয়াম সেগমেন্টে সবচেয়ে উদ্ভাবনী প্রতিষ্ঠানের তকমা ছিল অ্যাপল এবং স্যামসাংয়ের দখলে। এ বছর এই দুইটি প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে এতে নাম উঠিয়েছে চীনা প্রতিষ্ঠান অপো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2019, 06:14 PM
Updated : 1 June 2019, 07:14 PM

উদ্ভাবনী প্রিমিয়াম স্মার্টফোনগুলোর ওপর জরিপ করে অপোর পক্ষে ফলাফল পেয়েছে বিশ্লেষণা প্রতিষ্ঠান সাইবারমিডিয়া রিসার্চ-- খবর আইএএনএস-এর।

ভারতে মিলেনিয়াল, অর্থাৎ নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে ২০০৫ পর্যন্ত যাদের জন্ম সেসব গ্রাহককে নিয়ে জরিপ করেছে সাইবারমিডিয়া। জরিপে অপোর স্কোর এসেছে ৭৮ শতাংশ, স্যামসাংয়ের ৭৪ এবং অ্যাপলের ৭১ শতাংশ।

দেশটিতে অবশ্য সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে নেই অপো। এই খাতে এগিয়ে রয়েছে স্যামসাং। আর বিক্রির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ানপ্লাস। আর প্রিমিয়াম স্মার্টফোন বিক্রিতে অ্যাপল ভারতে তৃতীয়।

জরিপে তরুণ গ্রাহকরা বলেছেন, নিয়মিতভাবে ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির দিকে নজর দেওয়ায় তারা অপোকে এগিয়ে রেখেছেন।