চীন নিয়ন্ত্রিত নয় হুয়াওয়ে!

হুয়াওয়ে একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং এটি চীনা সরকার নিয়ন্ত্রিত না বলে মঙ্গলবার দাবি করেছেন প্রতিষ্ঠানের ওয়েস্টার্ন ইউরোপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2019, 01:29 PM
Updated : 14 May 2019, 01:29 PM

বেইজিংয়ের পক্ষ থেকে যদি হুয়াওয়ের কাছে তথ্য চাওয়া হয়ে থাকে তবে তা নাকচ করা হবে, যদিও এমন কোনো অনুরোধ করা হয়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

নতুন ৫জি নেটওয়ার্ক বানাতে সহযোগী দেশগুলোকে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করতে নিষেধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হুয়াওয়ের প্রযুক্তির মাধ্যমে চীনা সরকার গুপ্তচরবৃত্তি করছে বলে শঙ্কা রয়েছে দেশটির। এদিকে এমন দাবি বরাবরই অস্বীকার করে আসছে হুয়াওয়ে।

বিবিসি রেডিওকে হুয়াওয়ের টিম ওয়াটকিনস বলেন, “মার্কিনীরা যেভাবে ইঙ্গিত দিচ্ছে সেভাবে সরকারকে সহযোগিতা করতে হুয়াওয়ের দিক থেকে কোনো বাধা নেই।”

“চীনে এমন কোনো আইন নেই যেখানে আমরা গ্রাহকের ডেটা হস্তান্তর করতে বাধ্য, যে ডেটাগুলো আমরা দিতে চাই না বা আমরা মনে করি সংবেদনশীল।”

ওয়াটকিনস আরও বলেন,হুয়াওয়ের পণ্যে যে কোড ব্যবহার করা হয় তা নিরাপদ এবং সরক্ষিত।