রিব্র্যান্ডিং হতে পারে ইনস্টাগ্রামের

রিব্র্যান্ডিং করা হতে পারে ফেইসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এবার এতে যোগ হতে পারে মালিক প্রতিষ্ঠানের নামও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2019, 07:19 PM
Updated : 30 March 2019, 07:19 PM

বৃহস্পতিবার রিব্র্যান্ডেড নামের স্ক্রিনশটসহ এক টুইট পোস্টে রিভার্স ইঞ্জিনিয়ার জেইন মানচু অং বলেন, “‘ইনস্টাগ্রাম ফ্রম ফেইসবুক’ নামে নতুন ব্র্যান্ডিং পাচ্ছে ইনস্টাগ্রাম।”

প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন বিভাগের ওপর পুরো নিয়ন্ত্রণ আনতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেইসবুক একটি প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা করছেন প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ।

একত্রিকরণের পর প্ল্যাটফর্মটির মোট গ্রাহক সংখ্যা হবে প্রায় ২৬০ কোটি। গ্রাহকরা যাতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারেন সেলক্ষ্যেই এগুলো একত্রিত করা হচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

আগের বছর সেপ্টেম্বরে ফেইসবুক ছেড়েছেন ইনস্টাগ্রাম সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রোম ও মাইল ক্রেইগার। সম্প্রতি টেক্সাসের অস্টিনে ২০১৯ সাউথ ওয়েস্ট কনফারেন্স অ্যান্ড ফেস্টিভালসে কথা বলার সময় তারা বলেন জাকারবার্গের নেতৃত্বধীন প্রতিষ্ঠানটিতে তারা স্বাধীনতা হারাচ্ছিলেন।

টুইটার পোস্টে অং বলেন, “ইনস্টাগ্রাম সহ-প্রতিষ্ঠাতা কেভিন বলেছিলেন ইনস্টাগ্রামের ব্যক্তিস্বাধীনতা কমে গেছে। আর নতুন এই ব্র্যান্ডিং সেটিরই প্রতিফলন করছে।”

রিব্র্যান্ডিং নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফেইসবুক এবং ইনস্টাগ্রাম কোনো প্রতিষ্ঠানই।