নারী-পুরুষে বেতন বৈষম্য গুগলে

‘লেভেল ৪ সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে নারীদেরকে পুরুষদের চেয়ে বেশি বেতন দিচ্ছে গুগল, সম্প্রতি এমনটাই উঠে এসেছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীন এক জরিপে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2019, 05:28 PM
Updated : 5 March 2019, 05:28 PM

সোমবার ফোর্বস-এর এক প্রতিবেদনে বলা হয়, এই শ্রেণিতে কর্মরত পুরুষদের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের অভিযোগ এড়াতে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে বাড়তি অর্থ দিচ্ছে গুগল।

এর আগে কর্মক্ষেত্রে নারীদের প্রতি লিঙ্গ বৈষম্য নিয়ে অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে।

ফোর্বস-এর প্রতিবেদনে আরও বলা হয়, “এবার লিঙ্গ বৈষম্য এড়াতে ১০৬৭৭ জন কর্মীকে ৯৭ লাখ মার্কিন ডলার দিয়েছে গুগল।”

২০১৭ সাল থেকে ক্ষতিপূরণের পরিমাণ বেড়েছে অনেকটা। ২০১৭ সালে ২২৮ জন কর্মীকে দুই লাখ ৭০ হাজার মার্কিন ডলার দিয়েছিল প্রতিষ্ঠানটি।

সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির বার্ষিক নিরীক্ষায় দেখা গেছে, বাজারে কর্মীদের পদের মূল্য, স্থান, লেভেল, কার্যকরিতার রেটিং এবং বর্ণ ও লিঙ্গের মতো বিষয়গুলো বিবেচনা করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়।

এবারের জরিপের আওতায় ৯১ শতাংশ গুগল কর্মীকে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।